পাতা:বঙ্গবিজেতা.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গৰিঞ্জেত । 氹敏> তখন, যুদ্ধসজ্জায়ও ইন্দ্রনাথের চক্ষু শুষ্ক থাকিত না । যুদ্ধক্ষেত্রের ভীষণ পরিশ্রমের পরও ইন্দ্রনাথ নিশিযোগে সেই নিস্তব্ধ শাস্তু পাদপাচ্চাদিত রুদ্রপুর স্বপ্নে দেখিতে পাইতেন,—সেই সরলচিত্ত বালিকা ঘাটে জল আনিতে যাইতেছে, অথবা বৃক্ষতলে বসিয়া স্থত। কাটিতেছে, অথবা চন্দ্রালোকে উদ্যানে দাড়াইয়া সজলনয়নে ইন্দ্রনাথের সহিত কথা কহিতেছে । সে কথা কি সুধাময়-ইন্দ্রনাথ মুহূর্তের জন্য স্বৰ্গসুখ ভোগ করিতেন, স্বপ্নে যেরূপ সুখ অনুভব করা যায়, জগতে কি সেরূপ সুখ আছে ? কিন্তু যদিও সরলার প্রতি র্তাহার অবিচলিত প্রেম ছিল, তথাপি বিমলাকে দেখিয়া অবধি তাহার হৃদয়ে নূতন ভাবের আবির্ভাব হইয়াছিল। এ রমণী কে ? অদৃষ্টপূৰ্ব্বা, অসীম রূপরাশিসম্পন্ন, এ অল্পবয়স্ক যুবতী কে ? মহেশ্বর-মন্দিরে সহসা দেখা দিয়াছিলেন, ভিখারিণী বলিরা পরিচয় দিয়াছিলেন, ছুই চারিটি মুধাপরিপূর্ণ কথায় ইন্দ্রনাথের হৃদয় আনন্দিতু করিয়াছিলেন । আবার সহস। একদিন অপরূপ বেশে দেখা দিয়া ইন্দ্রনাথকে মৃত্যু হইতে বাচাইয়াছিলেন, আপনাকে প্রেমাকাঙ্ক্ষিণী বলিয়া পরিচয় দিয়াছিলেন, অথচ প্রেমাশায় জলাঞ্জলি দিবার প্রতিজ্ঞা করিয়াছিলেন । এ অপরূপ কন্যা কে ? মানুষী না দেবক ন্যা ? যেরূপ উজ্জল লাবণ্যবিভূষিতা, তাহাতে দেবকন্যা বা বিদ্যাধরী বলিয়া বোধ হয়,—সেরূপ উজ্জ্বল রূপরাশি ইন্দ্রনাথ কখনও দেখেন নাই, সরলার স্তিমিত সৌন্দৰ্য্য তাহার সহিত তুলনা হয় না । আর বিমলা ! হততাগিনী, দগ্ধহৃদয়। বিমলা মুঙ্গেরে পিত্রালয়ে কিরূপে ছিলেন ? তিনি প্রেমের আশায় জলাঞ্জলি দিয়াছিলেন, কিন্তু প্রেমেৱ চিস্তায় জলাঞ্জলি দেওয়া রমণীর সাধ্য নহে। সে গৃঢ় চিত্ত কোরকের ভিতর কীটের নায়, বস্ত্রের ভিতর অগ্নির ন্যায় নিভৃত রহিল –নিভূত রহিল, কিন্তু হৃদয়কে স্তরে স্তরে দগ্ধ করিন্তে লাগিল ৷ আশ্রয়হীন সরল যেরূপ ইন্দ্রনাথের প্রেমে নিমগ্ন হইয়াছিল, হতভাগিনী বিমলাও সেইরূপ হইলেন। তথাপি বাহিক ভাবভঙ্গী ও ক মঁ্যে সরলীয় ও বিমলার প্রেমে অনেক বৈলক্ষণ্য ছিল । বনাশ্রমের শান্ত বৃক্ষতলে দি বরাত্রই বালিকার নয়ন ছুইটী অশ্রুতে আপ্লুত হইত—সরল সময় পাইলেই কমলা বা আমলার নিকট দুঃখ-কথা বলিয়। শান্তিলাভ করিত । বিমলাকে কেহ কখন প্রেমের নাম উচ্চারণ করিতে শুনে নাই, কেহ কখন নয়নবারি বর্ষণ করিতে দেখে নাই। প্রেমচিস্তারূপ অগ্নিশিখায় হৃদয় স্তরে স্তরে দগ্ধ হইতেছিল, কিন্তু মুখে তাহার চিহ্নমাত্র ছিল না, কাৰ্য্য-কৰ্ম্মে সকল সময়ে মনোযোগী, ধীর,