পাতা:বঙ্গবিজেতা.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবিজেতা ৷ ${ు সেন দণ্ডায়মান রহিয়াছে,—যদিও ইন্দ্রনাথ এক্ষণে হীনবল, তথাপি শক্রয়৷ র্তাহাকে বিশ্বাস করে না, আহত সিংহও লম্ফ দিয়া ব্যাধদিগকে সংহার করিতে পারে, এই ভয়ে শত খড়গধারী ইন্দ্রনাথকে রক্ষা করিতেছিল। ইন্দ্রনাথের নিকটে ভীষণাকৃতি জল্লাদ কুঠারহস্তে দণ্ডায়মান রহিয়াছে, প্রভুর দিকে নিমেষশূন্ত লোচনে চাহিয়া রহিয়াছে, আজ্ঞা বা ইঙ্গিত পাইলেই এই ভীষণ বৈরীর শিরশেছদন করিবে। ইন্দ্রনাখ কিঞ্চিম্মাত্রও ভীত হইলেন না । তীব্রভৃষ্টিতে মাসুমীর প্রতি নিরীক্ষণ করিতে লাগিলেন। মাসুমীও ইন্দ্রনাথকে চেতনাবস্থার দেখিয়া গম্ভীরস্বরে বলিলেন,— “ হিন্দু ! তুমি বীরপুরুষ, কিন্তু বিদ্রোহাচরণ করিয়াছ,—বিদ্রোহাচরণের দণ্ড শিরশেছদন !” ইন্দ্রনাথ ভীষণস্বরে উত্তর করিলেন, “ যোদ্ধা মৃত্যু আশঙ্কা করে না, তোমার যাহা ইচ্ছা হয়, যাহা ক্ষমতায় থাকে কর, আমি বিদ্রোহীচরণ করি নাই।” মাসুমী ইন্দ্রনাথের উগ্রভাবে কিছুমাত্র কুপিত না হইয়া বলিলেন,— “ টোডরমলের সহিত যোগ দিয়া বঙ্গদেশের প্রাচীন শাসনকৰ্ত্তাদিগের সহিত যুদ্ধ করা বিদ্রোহাচরণ নহে ?” ইন্দ্রনাথ পুনরায় সগৰ্ব্বে উত্তর করিলেন, “বঙ্গদেশের অধীশ্বর, সমস্ত ভারতবর্ষের অধীশ্বর আকবরসাহের জন্য আমি বিদ্রোহী পাঠানদিগের সহিত যুদ্ধ করিয়াছি।” সকলেই ভাবিলেন, ইন্দ্রনাথ আপনি আপনার মৃত্যু ঘটাইতেছেন, সকলেই ভাবিলেন, মাসুমী সেইক্ষণেই ইন্দ্রনাথের শিরশে্যুদনের আদেশ দিবেন। কিন্তু মহানুভব, সাহসী মাসুমী হীনবল, অসহায় হিন্দুর এরূপ নির্ভীকতা দর্শনে কুপিত হইলেন না, বরং আহলাদিত হইলেন । ধীরভাবে বলিতে লাগিলেন,— “ বীর ! তুমি যে প্রকারে আমার সহিত আচরণ করিতেছ, অন্য কেছ হইলে তাহার সমুচিত দণ্ড দিত, আমি এবার তোমার উগ্রত ক্ষমা করিলাম, তোমার বীরত্ব দেখিয়৷ আনন্দিত হইলাম, কিন্তু তুমি বঙ্গদেশের প্রাচীন রাজবংশকে আর কখন বিদ্রোহী বলিও না । যাহারা ক্রমান্বয়ে চারি শত বৎসর এই বঙ্গদেশে রাজত্ব করিয়াছেন,—বধৃতীয়ার খিলজীর সময় হইতে যে পাঠানের একাধীশ্বর হইয়া হিন্দুদিগকে শাসন করিয়াছেন, তোমার পিতা, তোমার পিতামহ, তোমার প্রপিতামহ যে রাজবংশের অধীনে বাস করিয়াছেন, সেই পাঠান বিদ্রোহী, না আদ্য যে অন্যায়াচারী