> 8 বঙ্গবিজেত! } শিরশ্চেদন হইল! দেবদেব মহেশ্বর ! ইহার কি ইহকালে প্রতিহিংস নাই, পরকালে বিচার নাই ?” - ছিন্ন-তার বীণার মত সহসা মহাশ্বেতার গম্ভীর শব্দ থামিয় গেল । শিখণ্ডিবাহন বলিলেন, “ ভগিনি । পূৰ্ব্বকথা স্মরণে যদি কষ্ট হয়, তাহ হইলে বলিবার আবশ্বক কি ? বিশেষ রাজা সমরসিংহের যশোবাৰ্ত্ত বঙ্গদেশে কে না অবগত আছেন ? সমরসিংহের পত্নীর সে কথা বিবরণ করিয়া হৃদয়ে ব্যথা পাইবার অবিশ্বক কি ? ” “ সমরসিংহের পত্নী নহি, এককালে সমরসিংহের রাজমহিষী ছিলাম, এক্ষণে নিরাশ্রয় বিধবা !—আমার আর অধিক বলিবার নাই, শ্রবণ করুন ।” শিখণ্ডিবাহন আবার নিস্তব্ধ হইলেন। মহাশ্বেতা বলিতে লাগিলেন,— “এক পাপাত্মা জমীদার, আমি তাহার নাম করিব না, এই যুদ্ধে দাযুদখlর সহিত যোগ দিয়া সমরসিংহের প্রাণবধ করিতে ঘত্ব করিয়াছিল। টোডরমল্ল আমার স্বামীকে এত ভালবাসিতেন যে, যুদ্ধের পর সেই জমীদারের প্রাণসংহারের তাদেশ দিলেন । জৰ্মীদার ভয়ে আমার স্বামীর চরণে লুটাইয়া ক্ষমা প্রার্থনা করিল,—উদারচেত। রাজা সমরসিংহ শক্রকে ক্ষমা করিলেন ; রাজা টোডরমল্লের নিকট আবেদন করিয়া নিরাশ্রয় ব্রাহ্মণ জমাদারকে বাচাইয়া দিলেন । সেই পাৰ্যও সেই অবমাননা-বাৰ্ত্ত স্মরণ করিয়া রাখিল,—আমার স্বামীর বিস্তীর্ণ জমাদারি দেখিয় তাহার লোভ হইল। টোডরমল্ল বঙ্গদেশ হইতে প্রস্থান করিতে না করিতে, সেই জমীদার সুযোগ পাইয়া কতকগুলি জাল কাগজ প্রস্তুত করিয়া প্রমাণ করিল যে, রাজা সমরসিংহ বিদ্রোহী, পাঠানদিগের সহিত ষড়যন্ত্র করিতেছেন ! এই মিথ্যা অপবাদে স্বামীর প্রাণদণ্ড হয়,—সেই জমীদার ব্রাহ্মণতনয়—চণ্ডালতনয়—সুবাদারের প্রিয়পাত্র রাজাধিরাজ দেওয়াল হইলেন।” শিখণ্ডিবাহন বিস্মিত হইলেন, মনে মনে ভাবিতে লাগিলেন, “ তবে কি বঙ্গদেশের দেওয়ান রাজাধিরাজ সতীশচন্দ্র রীর পাপিষ্ঠ নরহত্যকারী ?” বিস্মিত হইয় অনেকক্ষণ চিন্তা করিলেন । মহাশ্বেত বলিলেন, “আমি যে কথাটি বলিবার মানস করিয়াছিলাম, তাহা এখনও বলা হয় নাই। “আজি প্রায় ছয় বৎসর হইল, তামার স্বামীর মৃত্যু হইয়াছে। সেই ঘটনার দুই বৎসর পরে টোডরমল্ল বঙ্গদেশে আর একবার আসিয়াছিলেন। রাজমহলের মহাযুদ্ধে দায়ুদখাকে পুনরায় পরাস্ত ও নিহত করিয়া বঙ্গদেশে পাঠান রাজ্যের নাম লোপ করিলেন। যুদ্ধের পরেই পামর দেওয়ানকে আমার স্বামীর কুশলবার্তা জিজ্ঞাসা করিলেন। পামর সত্য বলিতে ভয়
পাতা:বঙ্গবিজেতা.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।