পাতা:বঙ্গবিজেতা.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবিজেতা । $boo ছিল। লোভে, মহালোভে পড়িয়া সে সকল হারাইয়াছি, জীবন পাপে কলুষিত হুইল, আজি প্রাণ হারাইলাম ”— সতীশচন্দ্রের ক্ষীণস্বর অধিকতর ক্ষীণ হইয়া আসিল,--আর কথা নিঃসৃত হইল না। রাজা সম্বেহে ওষ্ঠে দুগ্ধ দিলেন, রসশুন্য ওষ্ঠ পুনরায় সিক্ত হইল । সতীশচন্দ্র পুনরায় বলিতে লাগিলেন, “ আমি পাপী বটে, কিন্তু আমার অপেক্ষাও ঘোরতর ভীষণতর পাপী আছে। মহারাজ ! আমার ভৃত্য শকুনিই যথার্থ সমরসিংহকে বধ করিয়াছে,-সেই অদ্য আমাকে বধ করিল,” আবার কণ্ঠরোধ হইল । ক্রোধে রাজা টোডরমল্লের নরনদ্বয় রক্তবর্ণ হইল। কিন্তু তিনি ক্রোধ সম্বরণ করিয়া ধীরে ধীরে বলিলেন, “চিন্তু নাই, জগদীশ্বর পাপীর দও দিবেন ।” আবার অনেকক্ষণ পর্য্যন্ত সকলে নীরব হইয়। রহিল । সতীশচন্দ্রের অtয়ু নিঃশেষিত হইয়। আসিতে লাগিল । অনেকক্ষণ পরে 'সতীশচন্দ্র অধিকতর ক্ষীণ ও কাতরস্বরে বলিলেন, “ কন্যl,--প্লে-স্নেহময়ী-ধৰ্ম্মপরায়ণা কস্তা”—সহসা বাক্ রুদ্ধ হইল । রাজা পুনরায় অঙ্গুলি দ্বারা ওষ্ঠে দুগ্ধ দান করিলেন। ক্ষণেক পর BBB BBBB BBBBS BBBBBB BBS SBBBB BSBS S BBS নাই, ”—বলিতে বলিতে পাশ্বের গৃহ হইতে হৃদয়বিদারক রমণীকণ্ঠজাত ক্ৰন্দনধ্বনি উত্থিত হইল, সে ধ্বনি শুনিয়া সতীশচন্দ্রের স্পন্দনহীন নয়নদ্বয় জলে পরিপূর্ণ হইল। মুহূৰ্ত্ত মধ্যে বিমলা বেগে পিতার নিকটে আদিলেনঘর লোকে পরিপূর্ণ ছিল, কিন্তু সে সময়ে সে জ্ঞান কোন রমণীর থাকে? ইন্দ্রনাথ পুৰ্ব্বপরিচিত ভিখারিণীকে সতীশচন্দ্রের কন্যা বিমল বলিয়া জানিছেন না—আজি তাহা দেখিয়া যৎপরোনাস্তি বিস্থিত হইলেন । সতীশচন্দ্র কন্যাকে দেখিয়া বলিলেন, “আলিঙ্গন।—তোমাকে পমমেশ্বর”—আর কথা সরিল না । বিমলা পিতাকে আলিম্বন করিয়া তাহার পদবন্দনা করিলেন। বোধ হইল যেন সেই পবিত্র আলিঙ্গনে সতীশচন্দ্রের হৃদয় উদ্বেগশূন্য হইল, মুখমণ্ডল শান্তিভাব ধারণ করিল, নয়ন দুইটা চিরনিদ্রায় মুদ্রিত হইল। তখন বিমলা বার বীর সেই মৃতদেহকে আলিম্বন করিয়৷ উচ্চৈঃস্বরে ক্ৰন্দন করিতে লাগিলেন । আজ বিমলার নয়নের - আলোক নিৰ্ব্বt৭ হইল, আজি চারিদিক অন্ধকার হইল, তাজি হৃদয় বিদীর্ণ হইল, আজি জগৎ শুন্য হইল।