సిస8 বঙ্গবিজেতা । সে অমৃতবর্য পূৰ্ব্বপরিচিত স্বর শুনিয়া ইন্দ্রনাথের হৃদয়কদের পর্যন্ত বিলোড়িত ও কম্পিত হইল! সে অপরিস্ফুট ইন্দ্রনাথ” কথাটা ছয় মাস পরে শুনিয়া ইন্দ্রনাথের নয়নে আনন্দাশ্র অসিল । ধীরে সরলার বদনখানি তুলিয়া গাঢ় চুম্বনে সেই কম্পিত ওষ্ঠ একেবারে রুদ্ধ করিয়া দিলেন। সে সুখের রাত্রিতে কেহ নিদ্রা যায় নাই । সমস্ত রাত্রি সেই গৃহে বসিয়া দুইজনে কথোপকথন করিতে লাগিলেন । সরলা কত দুঃখের কথা কহিল,—আশায় হতাশ, ভরসায় নৈরাশ, চিন্তায় দুঃখ এই সকল কথা কহিতে লাগিল । সে কাহিনী কি শেষ হয়,—জগতের মধ্যে যাহাকে হৃদয়ের . স্পর্শমণি বলিয়া গণ্য করি, তাহার নিকট যখন মনের কবাট খুলিয়া মনের কথা বলিতে আরম্ভ করি, সে কথর কি শেষ অাছে ? ইন্দ্রনাথও সেই অনন্ত কথা শুনিতে লাগিলেন, সরলার সেই সরল মুখখানির দিকে চাহিতে লাগিলেন,—চাহিরা, চাহিয়া, চাহিয় তাহার তৃপ্তি হইল না । প্রাতঃকালে ইন্দ্রনাথ আপন নৌকা হইতে কয়েক জন সৈনিক পুরুষকে ডাকাইলেন । পরে রাজা টোডরমল্পের তাজ্ঞানুসারে শকুনিকে বন্দী করিয়া লইয়। ইচ্ছাপুরাভিমুথে , যাইতে লাগিলেন। মহাশ্বেত, সরলা ও বিমলা এক নৌকার যাত্রা করিলেন । সেই দিন সন্ধ্যার সময় ইচ্ছাপুরে পহুছিলেন। ইন্দ্রনাথ পিতার চরণে প্ৰণিপাত বরিয়া তাহার চিত্ত দুর করিলেন । দ্বীত্রিংশৎ পরিচ্ছেদ । سست جهتیاس পুনৰ্ম্মিলন । When wild war's deadly blast was blown, And gentle peace returning With many a sweet babe fatherless, And luany a widow mouruing, I left the lines and tented field, Where long I'd been a lodger. Burns. বহুকালের পর পরস্পরের সহিত পরস্পরের মিলনে যে কি অপর্যাপ্ত মুথলাভ করিলেন, তাহ বর্ণনা করিয়া শেষ করা যায় না । নগেন্দ্রনাথ বহুকাল পরে পুত্রকে পাইয়া অপার আনন্দসাগরে ভাসিতে লাগিলেন । পুত্রকে বার বার আলিঙ্গন করিরা সহস্ৰ আশীৰ্ব্বাদ করিতে লাগিলেন।
পাতা:বঙ্গবিজেতা.djvu/১৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।