পাতা:বঙ্গবিজেতা.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* বঙ্গবিজেতা । r په (م তিনি চমকিয়া উঠিলেন ; দেখিলেন, বৃক্ষেব অগ্রভাগ তরুণ অরুণ-কিরণে সুবর্ণবর্ণ প্রাপ্ত হইয়াছে, ডালে ডালে নানা পক্ষী নানা রঙ্গে গান করি তেছে। সরলা ও অসলা । We Hermia, like two artisicial gods, Ifave with our needles c both one flower, 4. Both on one sample, sitting on one cushion, Both warbling of one song, both in one key: As if our hatids, our sistes, voices and minds Had been incorporate. So we grew together, Like to a double cherry seeming parted, Alill yet a union in po trioti, Two lovely berries nivulded oli one sten. Shakespeare. বৃক্ষশাখা হইতে পক্ষিগণ শব্দ করিবার অনেক পুৰ্ব্বেই সরল গাতোখান করিয়া গৃহকাৰ্য্যে নিযুক্ত হইল । ঘর, দ্বার, প্রাঙ্গণ, সকল পরিস্কার করিল। পাঠক মহাশয় জিজ্ঞাসা করিবেন, রাজকুমারীর কি এ সকল কাজ সজে ? সরল যে রাজকুমারী, তাহ। সে জানিত না । পিতার মৃত্যুর সময় সে তাল্পবয়স্ক বালিকা ছিল,—তখনকার কথা প্রায় একবারে বিস্মৃত হইয়াছিল । তাহার মাতাও একথা তাহাকে কখন বলেন নাই। প্রতিদিন কৃষককুমারীদিগের কৰ্ম্ম করিতে করিতে আপনাকেও কৃষক-কুমারী বলিয়া মনে করিত। তাহার বালিকী-হৃদয়ে অহঙ্কার, উচ্চাভিলাষ বা অভিমানের লেশমাত্র ছিল না । চিরকাল কুটীরে বাস করিয়া মাতাকে ভাল বাসিবে, কৃষকপত্নীদিগের সহিত আলাপ, সহ বাস করিবে, সামান্ত কৰ্ম্ম করিয়া আপন ভরণপোষণ নিৰ্ব্বাহ করিবে, ইহা অপেক্ষী উচ্চ অভিলাষ তাহার সরলান্তঃকরণে কখন স্থান পাইত না । • গৃহাদি পরিস্কার করিয়া সরল মৃৎকলস লইয়া নদীতে স্নান করিতে চলিল। প্রতিদিনই সূর্যোদয়ের পূর্বে তাহার স্নান সমাপন হইত। পথিমধ্যে এক কুটীরপার্শ্বে দাড়াইয়া মৃদুস্বরে ডাকিল, " সই " কেহ উত্তর দিল ন । পুনরায় ডাকিল, “সই অমলা ” “ যাই লো !" এই বলিয়। ঘরের :