পাতা:বঙ্গবিজেতা.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిసి बग्नदिरछङ । একদিন অমল আসিয়া সরলাকে বলিল, “ সই, এখন তোমরা বড় মানুষ হইলে, এবার আমাদের ভুলিয়। যাইবে ।” * সরলার চক্ষুতে জল আসিল, বলিল, “ মই জীবন থাকিতে আমি তোমাকে ভুলিতে পারিব না ।” অমল সরলার চক্ষুর জল মুছইয়৷ দিয়া বলিল, “ ছি সই, তামাস। বুঝ না, আমি তোমাকে কেবল লামাসা করিয়াছিলাম, তাহাতেই চক্ষুতে জল ? তুমি আমাকে কখনও ভুলিবে না তাহ জানি,–কিন্তু পৃথিবীতে কয়জন আছে যে বড়লোক হইলে আপন পুরাতন বন্ধুদিগকে ভুলে না ? সকল স্ত্রীলোক যদি সরলার মত হইত, অ}র সকল পুরুষ যদি সুরেন্দ্রনাথের মত হইত, তাহ হইলে সংসার স্বৰ্গ হইত ।” সকলের সুখ দেখিয়া বিমলাও আপনার দুঃখ কিয়দংশ বিস্কৃত হইলেন। সরলার প্রতি র্তাহার প্রগাঢ় স্নেহ হইয়াছিল, সেই সরলা আজি বিস্তীর্ণ জমীদারির উত্তরাধিকারিণী, পাপাত্ম শকুনি এক্ষণে বন্দী, এই সকল বিষয় আলোচনা করিয়া আপন মনের ক্লেশ কথঞ্চিৎ বিস্তৃত হইয়াছিলেন । চিত্তাশীল কমলাও'র্তাহাদিগের সহিত থাকিতেন, কিন্তু পূৰ্ব্বের মত সততই চিন্তায় অভিভূত। যখন কথা কহিতেন তাহার সারগর্ভ কথা শুনিয়া সকলেই চরিভার্থ হইতেন, সকলেই একাগ্রচিত্তে আরও শুনিতে চাহিতেন । এইরূপে চারিজন বয়স্ক সুথে কালহরণ করিতে লাগিলেন । পাঠক মহাশয় । আমাদের উপন্যাস প্রায় শেষ হইল। আপনি যদি আমাদের উপরু সন্তুষ্ট না হইয়া থাকেন, তবে আইনুন এইস্থানেই বিদায় লই। আর যদি আপনাকে সন্তুষ্ট করিতে পারিয়! থাকি, তবে আপনার একটা মনের কথা বলুন দেখি ; এই কথাটী কাণে কাণে জিজ্ঞাসা করিব, আপনি কাণে কাণে উত্তর করিবেন, অপর লোকে যেন কেহ টের পার না । বলুন দেখি, এই চারিট সমবয়স্যার মধ্যে কেন্‌টকে আপনার মনে ধরে ? সৌন্দর্য্যে বিমল সকলের মধ্যে শ্রেষ্ঠ, সেই উজ্জ্বল রূপরাশি দেখিয়া বোধ হয়, কোন কোন পাঠক তাহাকেই মনোনীত কfরবেন। বিশেষ বিমলা তেজস্বিনী, উন্নতচরিত্রা, ধৰ্ম্মপরায়ণ, বীরপুরুষের যোগ্য বীরাঙ্গণ । কিন্তু না ! অনেকেই বোধ হয় তাহাতে নারাজ অনেকেই বলিবেন, * বায়াঙ্কণায় আমাদের কাজ নাই, রূপে কাজ নাই, তেজে কাজ নাই, একেই গৃহিণীর মুখঝামটায় প্রাণ অস্থির, তার উপর তেজ ! শেষকালে প্রাণ লইয়া টানাটানি হইবে! বাবা । • মেয়েকে রেখে দাও, বরং অীর কাহাকেও দাও।”