बङ्गरुिtजड । *冷气 পাঠক মহাশয়, কমলাকে লইতে সম্মত আছেন ? কমলা মুন্দরী, শান্ত, চিন্তাশীল। গ্রীষ্মের দিন গত হইলে শীতল সায়ংকাল যেরূপ শান্ত, নিস্তব্ধ, সুখপ্রদায়িচিন্তা-উত্তেজক, কমলা সেইরূপ শাস্ত, গম্ভীর, সুখদায়িনী, চিত্তাশীল । হৃদয়ে কোন উৎপাত নাই, নয়ন দুইট প্রশস্ত, শান্ত ও নিবিড় কৃষ্ণবর্ণ, কেশরাশিও নিবিড় কৃষ্ণবর্ণ, অধিক সময়েই আলুলায়িত হইয়া পৃষ্ঠে লম্বিত হইয়। থাকে, বদনমণ্ডল ও বক্ষঃস্থল আবৃত করিয়া থাকে । সমস্ত অবয়বে শাস্ত ভাব লক্ষিত হইতেছে । বোধ হয় এরূপ নায়িক। পাইলে অনেকেরই মনে ধরিবে । কিন্তু কোন কোন পাঠক বলিবেন, “ না, অত চিন্তা করিলে চলে না । বঙ্গালীর মেয়ে, ঘরের কায করিতে হইবে, অত চিত্ত। করিলে হবে কেন ? খোলায় মাছ দিয়া উনি যে চিত্ত৷ করিতে বসিবেন, আর তামাকে যে প্রত্যহ চোয়। মাছ খেতে হবে, তা পারিব না। চন্দ্রশেখর যোগীপুরুষ, ওঁর খাওয়ায় ভাল মন্দ তইসে যায় ন, কিন্তু তামার ভাল খাওয়া টুকু মু৷ হইলে চলে না। চিন্তাশীলায় আমার কায নাই, অন্ত এক জনকে দেখ !" e সরলচিত্তা প্রেমবিহবলা সরলাকে বোধ হয় অনেক পাঠকেরই মনে ধরিবে । আমাদের ত ইচ্ছ। মনে ধরে, কিন্তু পাঠক মহাশয় তাহান্তে সন্মত হয়েন কই । কোন কোন পাঠক বলিবেন, “না বাপু, ও প্যান্পেনে ভান্ভেনে মেয়েকে আমার কায নাই। উপন্যাসে পড়িতে ভাল, কিন্তু কাযের সময় কিছু নয়। একটু বুদ্ধি শুদ্ধি থাকে, একটু চালাক চতুর হয়, ছই একটা ঠাট্ট তামাসা করিবে, দুই একবার মুখনাড়া দিবে, তবে বাড়ীর গৃহিণী বলিয়া বোধ হয়। তা নয় এ কোথাকার বোবা মেয়ে, কথাবাৰ্ত্ত। জানে না, ওকে আমার কায নাই ।” চঞ্চলস্থদয়া, প্রখরনয়না, চতুরা, রূপলাবণ্যসম্পন্ন অমলকে বোধ হয় অনেক পাঠক মহাশয়েরই মনে ধরিবে। তবে বৈবর্তের মেয়ে বলিয়। যদি কেহ কেহ ঘৃণা করেন, আর—বৃদ্ধস্বামী বৰ্ত্তমান ! বিধবা হইলেও বরং বিদ্যাসাগর মহাশয়কে ডাকাইয়া কোন রকম চেষ্টা দেখা যাইত। কিন্তু বুড় এখনও মরে নাই । তবে হইল না, পাঠক মহাশয় । আপনায় কপালে নাই ! আমাদের দোষ নাই। অন্য উপন্যাসে একটা করিয়া নায়িকা থাক। রীতি, আমরা আপনার মনোরঞ্জনার্থ চার চারিট নায়িকা অনাইয়ছিলাম । তাহাতেও যদি মন না উঠে, তবে আর আমাদের দোষ কোথার। “ যত্বে কৃতে যদি ন সিদ্ধ্যুতি কোহব্র দোষঃ ?"
পাতা:বঙ্গবিজেতা.djvu/২০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।