পাতা:বঙ্গবিজেতা.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बन्नदिप्लड1 ! 象●红 সহিত ভ্রাতার মত গ্রেহপূর্বক কথা কহিয়াছ, একত্রে শয়ন করিয়াছ। যাহাদের হাতে ক্ষমতা ও ধন থাকে, তাহারা সকলেই যদি তোমার মত অমায়িক হয়েন, তাহ হইলে এ জগৎসংসার স্বৰ্গ হইত।” চতুস্ত্রিংশৎ পরিচ্ছেদ । مسسيستحيواجههم محد বিচার । -سیستم = Behold where stands The usurper's cursed head. AShakespeare. রাজা টোডরমল্ল ইচ্ছাপুরে আসিয়াছেন, আজি আনন্দে ইচ্ছাপুরবাদিগণ মত্ত হইয়াছে । 象 fবস্তীর্ণ ক্ষেত্রে রাজার সভা হইয়াছে, সে সভার শোভা বর্ণনা কর। যায় না। উপরে অতি বিস্তীর্ণ চন্দ্ৰাতপ লম্বিত রহিয়াছে, সেই পট্টবস্ত্রনিৰ্ম্মিত চন্দ্ৰাতপ জরীতে ঝলমল্‌ করিতেছে। চন্দ্রতিপের পার্শ্ব হইতে সুন্দর ও সুগন্ধ পুপমাল্য ভূমি পৰ্য্যন্ত লম্বিত রহিয়াছে ; শুভ্র রক্তবর্ণ নীল পীত প্রভৃতি নানাপ্রকার পুষ্পে সেই চন্দ্ৰতপ অধিকতর শোভিত হইয়াছে । চন্দ্রাতপের নীচে বিস্তীর্ণ শয্যা রচিত হইয়াছে, সে শয্য। রক্তবর্ণ মকৃমলে মণ্ডিত, ও তাহার উপর অতি সুন্দর বিচিত্র স্বর্ণ ও রৌপ্যের কারুকার্য্য শোভা পাইতেছে । সেই মকৃমলের স্থানে স্তানে সুন্দর প ও অপরূপ পত্র চিত্রিত রহিয়াছে, এত সুন্দর যে সহপুষ্পলতার উপর পদবিক্ষেপ করিতে সঙ্গে একটা দ্বিরদরদ ও রৌপ্যনিৰ্ম্মিত সিংহ - পাশ্বে ক্ষমতা ও ধনসম্পন্ন Tে মধ্যে স্তুপাকারে স্থা পরিধান করিয়া চ সুবর্ণ ও রৌপ্যখচিত সভার তিন দিনে য়াছে, তাহার পশ্চাে ন্যায় নিম্পন্দ হইর