পাতা:বঙ্গবিজেতা.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গৰিজেত । ૨૭૪ করি আপনায় গান আরম্ভ করিলেন, তাহার উপর যখন আপনার অশ্রুতপুৰ্ব্ব সঙ্গীত ও স্বরমাধুর্য্য প্রদান করিলেন, প্রদান করিয়া যখন প্রাণপ্রিয় রামলক্ষ্মণবিরহে বৃদ্ধ রাজা দশরথের শোক বর্ণনা করিতে আরম্ভ করিলেন, তখন সকল সভাসদগণের হৃদয় এবে বারে দ্রবীভূত হইয়া গেল । কৰুির নিরানন্দ শুষ্ক মূর্তি, শীর্ণ বাহু, শীর্ণ কলেবর ও মস্তকে শুক্ল কেশ, অথচ জ্যোতিঃপরিপূর্ণ নয়নদ্বয় দেখিয়া স লের হৃদয় অধিকতর দ্রবীভূত হইতে লাগিল । নগেন্দ্রনাথ আপনার পুত্রদ্বয়ের আবর্তমানে যে শোক অনুভব করিয়ছিলেন, তাহাই স্মরণ করিলেন, সে কথা স্মরণ হইবামাত্র সহসা উচ্চৈঃস্বরে রোদন করিরা উঠিলেন,—তাহার রোদন শুনিয়া ও কবির গীতের মহিমান্তে সভাসদগণের মধ্যে অনেকেই রোদন করিলেন, সকলেরই চক্ষুতে জল আপিল । রাজা টোডরমল্পও চক্ষুর জল সম্বরণ করিতে পারিলেন না, বলিলেন, “ মহাশয়, আর আবশ্যক নাই, আপনার দুই জনই সমতুল, দুই জনই অতুল্য। আপনার নাম কি ?” বলিয়া আপন হস্ত হইতে সুবর্ণ-বলর লষ্টয়া কবির হস্তে পরাইস্কা দিলেন । কবি উত্তর করিলেন, “আমি নবদ্বীপজেলার অন্তঃপাত্নী ফুলিয়। গ্রামের মুরারি ওঝার পৌত্র, নাম কীৰ্ত্তিবাস ওঝা ।” রাজা বলিলে ল,— “ কীৰ্ত্তিবাস ! আপনার কীর্তি বঙ্গদেশে চিরকাল বাস করিবে, আবালবৃদ্ধবনিতা সকলেই আপনার কবিতা পাঠ করিবে, আজি যেরূপ সভাসদগণ আপনার কবিতা শুনিয় ক্ৰন্দল করিলেন, যুগযুগান্তরেও কি বৃদ্ধ, কি বালক, কি পুরুষ, কি অস্তপুৰ বাসিনী কুলকামিনী, সকলেই আপনার : কবিতা পাঠ করিয়া ক্ৰন্দন করিবে ।” রাজা সকলকেই কিছু কিছু পুরস্কার দিয়া বিদায় দিলেন । পরে রাজা আদেশ দিলেন, “ আর আমোদপ্রমোদে আবশুক নাই, এখনও আমাদিগের প্রধান কাৰ্য্য করিতে আছে, বন্দীকে লইয়া আইল ।” চারি জন সৈনিক পুরুষ শকুনিকে লইয়া আলিল । শকুনি আসিয়৷ রাজার সম্মুখে দণ্ডায়মান হইলেন। মলিন পরিচ্ছদ, হুই হস্ত বদ্ধ, বন্দী ভূমির দিকে একদৃষ্টিতে নিরীক্ষণ করিয়া রহিরাছেন । তখন স্বরেন্দ্রনাথ কৃতাঞ্জলিপুটে নিবেদন করিলেন, “মহারাজ, আমি মহাত্মা সমরসিংহের নিরাশ্রয়, বিধবা ও অনাথ কন্যার পক্ষ হইতে অভিযোগ করিতেছি, এই নরাধম রাজা সমরসিংহের নামে মিথ্যা অভিযোগ করিয়া তাহার প্রাণদণ্ড করাইয়াছিল । রাজা সমরসিংহ দিল্লীশ্বরের অনুগত দাস ছিলেন,— 玄 粤