পাতা:বঙ্গবিজেতা.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दजथुिरअडी । ኳኳ% এক্ষণে আপনি আমাকে বধ করিতে ইচ্ছা করিলে বধ করিতে পারেন, কিন্তু তাহা হইলে শাস্ত্রের বিরুদ্ধ কাৰ্য্য করিবেন। প্রায় চারি শত বৎসর অবধি মুসলমানে বঙ্গদেশ শাসন করিতেছে,—তাহারা অপকৃষ্ট ধৰ্ম্মাবলম্বী ও ম্লেচ্ছ, তথাপি তাহাদের মধ্যেও, বোধ হয়, কেহ ব্ৰাহ্মণকে বধ করে নাই । আজি ঈশ্বর-ইচ্ছায় এক জন হিন্দুধৰ্ম্মাবলম্বী পরম ধাৰ্ম্মিক রাজা বঙ্গদেশের শাসনকৰ্ত্ত হইয়াছেন,–শাস্ত্রবিরূদ্ধ কার্য্য করা, ব্রাহ্মণ বধ করা কি তাহার শাসনের প্রথম কাৰ্য্য হইবে ? মহারাজ ! সাবধান ! আজি আপনি যে ' পুণ্যকৰ্ম্ম করিবেন, চিরকাল তাহার যশ থাকিবে, আজি আপনি যে পাপকৰ্ম্ম করিবেন, চিরকাল তাহার অপযশ থাকিবে । আমি নিরাশ্রয় বন্দী, আমাকে বধ করা মুহূর্তের কার্ষ্য, কিন্তু রাজা টোডরমল্লের শুভ নিষ্কলঙ্ক যশোরাশির মধ্যে সে কৰ্ম্ম কলঙ্কের স্বরূপ হইবে,—রাজা টোডরমল্লের জীবনচরিত হইতে সে দুরপনেয় কলঙ্ক শত শতাব্দীতেও বিলীন হইবে না । সমস্ত ভারতক্ষেত্রে সে কলঙ্ক রটিবে ;—আমাদের কাল হইলে আমাদিগের পুত্রেরা, তাহাদিগের পর আমাদের পৌত্রেরা এ ক্লথ স্মরণ করিয়া রাখিবে,—সহস্ৰ বৎসর পরেও বালকগণ পুরাবৃত্ত্বে পাঠ করিবে যে, রাজা টোডরমল্প যক্ষদেশে আগমনের পর প্রথমেই এক ব্রাহ্মণপুত্রকে হত্য করিয়াছিলেন । সহস্র বৎসর পরেও বৃদ্ধের গল্প করিবে যে, মুসলমানদিগের সময়েও স্বাহ হয় নাই, রাজা টোডরমল্লের শাসনকালে ব্রাহ্মণহত্যা হইয়াছিল । মহারাজ ! সাবধান ! আমাকে দণ্ড দিতে পারেন, কিন্তু দেশ দেশান্তরে, যুগ যুগান্তরে আপনার এ কলঙ্ক অপনীত হইবে না, ব্ৰহ্মহত্যারূপ মহাপাপে আপুনার বিস্তীর্ণ যশোরাশি মলিন হইয়া যাইবে।” - শকুনি নিস্তব্ধ হইলেন । তাহার কথা শুনিয়া রাজা চিন্তাশীল হইয়া মস্তক অবনত করিলেন। শকুনি তাহ দেখিলেন। যদি কেহ সে সময়ে শকুনির মুখ বিশেষ করিয়া নিরীক্ষণ করিত, তাহা হইলে ওষ্ঠের নিকট অল্প হাস্যকণা দেখিতে পাইত । শকুনি মনে মনে ভাবিতেছিলেন ।

  • যাহার যেমন তাহার তেমন । বালককে মিষ্টান্ন দিয়া বশ করিতে হয়, যুবতীকে রূপ দেখাইয়া বশ করিতে হয়, আজি যোদ্ধা ও ধৰ্ম্মপরায়ণ । ল্পাঞ্জাকে অপযশ ও অধৰ্ম্মের ভয় দেখাইয়া বশ করিয়াছি। ষে মোহজাল বিস্তার করিয়াছি, তাহ ছিন্ন করা রাজার সাধ্য নাই । বুদ্ধির চিরকালই জয় ।”

রাজা টোডরমল্ল অতিশয় হিন্দুধৰ্ম্মপরায়ণ । " ব্রাহ্মণ অবধ্য” এ কথা হিন্দুশাস্ত্রের পত্রে পত্রে লিখিত আছে। শাস্ত্রের বিরুদ্ধে কাৰ্য্য করিতে