পাতা:বঙ্গবিজেতা.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২১৪ ] পঞ্চত্রিংশৎ পরিচ্ছেদ । ۔اس حجیم۔ প্রতিম বিসর্জন । ബ് Why let the stricken deer go weep, The hart ungalled play, While some must watch, while some must sleep, Thus runs the world away. Shakespeare. উপরিউক্ত ঘটনার কিছুদিন পরেই রাজা টোডরমল্ল ইচ্ছাপুয় পরিত্যাগ করিয়া প্রতিগমন করিলেন । নগেন্দ্রনাথ পুত্রদিগকে জমিদারীর ভার দিতে ইচ্ছ। করিলেন, কিন্তু কোন পুত্র ভার লইতে ইচ্ছা করিলেন না। উপেন্দ্রনাথ বলিলেন, “আমার জমিদারী লইয়। কিছু আবশ্বক নাই, জমিদারীর কার্য্য অামাব পক্ষে বিরক্তিজনক বোধ হইবে,—আমি আশ্রমে যাইয়। নীরবে বাস করতে ইচ্ছা করি, তাহার অধিক আমার আর সুখ নাই ।” জ্যেষ্ঠের অসম্মতি দেখিয়া সুরেন্দ্রনাথও অনিচ্ছুক হইলেন, কিন্তু পিতার অনুরোধে অবশেষে সেই ভার গ্রহণ করিলেন। উপেন্দ্রনাথ কমলাকে লইয়া যনাশ্রমে বাস করিতে লাগিলেন । তথায় তাহার কৌতুকবশতঃ একখানি নৌকা রাখিলেন, উপেন্দ্রনাথ সততই কমলাকে সেই নৌকায় বসাইয়। আপনি দাড় বাহিতেন—পরস্পর পরস্পরের প্রেমে অপরিসীম সুখলাভ করিতে লাগিলেন, এ সংসারে তাহাদিগের অপেক্ষ স্বর্থী ও নিশ্চিন্ত কেহ জীবন ধারণ করেন নাই । নগেন্দ্রনাথ নিশ্চিন্ত হইয়া ইচ্ছাপুরে বাস করিতে লাগিলেন, বুদ্ধ বয়সে গুণবানু পুত্ৰ দেখিয়া স্বথে কালহরণ করিতে লাগিলেন। সুরেন্দ্রনাথ সরলাকে যিবাহ করিয়া দুইটী বিস্তীর্ণ জমিদারীয় একাধীশ্বর হইলেন। তাহার পূর্বের মত প্রজাবৎসল্য, পূৰ্ব্বের মত অমায়িকতা এক্ষণও রহিল । এক্ষণও ছদ্মযেশে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া প্রজাদিগের অবস্থা জানিতেন, সাধ্যমতে সে অবস্থার উন্নতিসাধন করিতে যত্নবানৃ হইতেন। সুরেন্দ্রনাথ আপন পুরাতন বন্ধু নবীনদাসকে আপনার দেওয়ান করিলেন,—রুদ্রপুরে বিশ্বেশ্বরী পাগলিনী অমলার হাত দেখিয়া যাহা বলিয়া দিয়াছিল, তাহ যথার্থ হইল,-অমল দেওয়ানের গৃহিণী হইলেন । অমলা