পাতা:বঙ্গবিজেতা.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গবিজেতা । *** 哆 সররাকে সেইরূপ ডমীর ছায় ভালবাসিতে লাগিলেন,—তাহার পুরাতন বন্ধু “ ইক্রনাথের” সহিত সেইরূপ আমোদ-রহস্ত করিতেন । তিনি সুরেন্দ্রনাথকে কখনও সুরেন্দ্রনাথ বলিতেন না, “ইন্দ্রনাথ” ভিন্ন অন্য নামে ডাকিতেন না । সুরেন্দ্রনাথ তাহাতেই সন্মত,—তাহাতেই মহাহৃষ্ট । আমাদের ইচ্ছ। এই স্থানেই আখ্যায়িক শেষ করি, কিন্তু জগতে সকলের কপালে মুখ ঘটে না, কাহারও কপালে মুখ থাকে, কাহারও ললাটে দুঃখ থাকে,-দুই একটা দুঃখের কথা না বলিয়া শেষ-করিতে পারি না । পাঠক মহাশয়, জানেন, প্রতিহিংসা মহাশ্বেতার জীবনের গ্রন্থিস্বরূপ হইয়াছিল। বৃদ্ধাবস্থায় যে চিন্তায় ছয় বৎসর কাল অভিভূত ছিলেন, সে চিন্তা তাহীর জীবনের প্রতিকৃতিস্বরূপ, জীবনের তাবলম্বনস্বরূপ হইয়। গিয়াছিল । এক্ষণে সে চিত্ত শেষ হইল, জীবনের গ্রস্থি শিথিল হইল, সরলার বিবাহের কয়েকদিন পর কোন রোগ কি পীড়া বিনা মহাশ্বেতা কালগ্রাদে পতিত হইলেন। .مستحساسی . আর বিমলা ! উন্নতচরিত্রা, ধৰ্ম্মপরায়ণ, কfাসম্পন্ন বিমলার কি হইল! হায়! যে দিন বিমলার পিতার মৃত্যু হইয়াছিল, সেই দিন তাহার হৃদয় শুন্য হইয়াছিল, সেই দিন অবধি বিমলার পক্ষে জগৎসংসার অন্ধকারময় হইয়াছিল। সে দিন অবধি বিমলার কোন আশা ছিল না, কোন ভরসা ছিল না, কোন মুখের অভিলাষ ছিল না, কোন দুঃখেয় ভয় ছিল ন। সেই দিন অবধি বিমল উদাসীন, হৃদয়ে পুৰ্ব্বে যে সকল প্রবৃত্তি ছিল,-মৰূলই সেইদিন হইতে বিলীন হইয়াছিল, মানবজাতি যে মায়াজালে জড়িত হইয়া জগতে সুখ দুঃখ অনুভব করে, বিমলার সে মায়াজাল ছিন্ন হইয়াছিল ! বিমল ভাবিলেন, “আমার হৃদয় শূন্ত হইয়াছে।” সেটা ভুল, এক্ষণও একটা প্রবৃত্তি ছিল, নারীর মৃত্যু পৰ্য্যন্ত যে প্রবৃত্তি জীগরুক থাকে, বিমলার হৃদয়ে সে প্রবৃত্তিটা জাগরিত ছিল । যে দিন সরলার বিযাহ হইযে, সহস। বিমলার মনে অপরূপ ভাবের উদয় হইতে লাগিল ; পূৰ্ব্বের কথা, পুৰ্ব্বের স্মৃতি, পুর্বের ভাব, পুৰ্ব্বের প্রেম জাগরিত হইতে লাগিল । সেই দিন সুরেন্দ্রনাথ একবার বিমলার সহিত দেখা করিলেন, বলিলেন, “বিমলা, বিপদকালে তুমিই আমার সাহায্য করিয়াছিলে,—আপন প্রাণ পৰ্য্যম্ভ পী করিয়া দুই বাবু আমাকে মৃত্যুর ঝুলিগ্রাস হইতে উদ্ধার \করিয়াছ, আমার আর একটা ভিক্ষা আছে সেটও পূরণ శా