পাতা:বঙ্গবিজেতা.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" . বঙ্গবিজেত: - 吟 乏3" র মৃত্যু, আত্মীয় কুটুম্বের যাতন, এইরূপ সহস্ৰ ৰিপদের একটা না অতুি সুখী লোকেরও সুখ নাশ করে, অতিশয় আনন্দের গৃহকেও ৷ পরিপূর্ণ করে, মানবজাতিকে ইহকালে সকলই মায় ও ভ্ৰমময়, এইটুল দেয়। সেইরূপ কাহারও দুঃখ চিরকাল থাকে না। অতিশয় হত.... অনাথার ও শোকনিশার প্রভাত আছে, করুণাময় পরমেশ্বর সাল পীড়ার ঔষধ দিয়াছেন, সকল বিপদেরই উদ্ধারের উপায় দিয়াছেন, *ল শোকেরই শক্তি দিয়াছেন । আমাদিগের সকলকেই নিজ নিজ খভার যহন করিতে হয়। বিমলা সহিষ্ণুতা অবলম্বন কর, অদ্যকার }খ কল্য থাকিবে ন}q” 象 বিমলা নীরবে বসিয়াছিলেন, সুরেন্দ্রনাথ মনে করিতেছিলেন যে, বিমলা র্তাহার কথা শ্রবণ করিতেছেন, কিন্তু বিমলার সে দিকে মন ছিল না, কেবলমাত্র সুরেন্দ্রনাথের নিকটে বসিয়া আছেন এইমাত্র জ্ঞান ছিল, *'r কেবলমাত্র হরেন্দ্রনাথের প্রবোধবাক্যের সঙ্গীত ও মধুরভা তাহার কর্ণকুহরে প্রবেশ করিয়া হৃদয়ে কোন মধুর চিন্তার উত্ৰেশ লক্ট্রতেছিল। লি সেই মধুর হুখের চিত্তায় একাগ্রচিত্তে লিং(ছিলেন, স্তনণল । '৮ হইয়া প্রেমের সফলতার কোন স্বপ্নে লিপ্ত ছিলেন;–এক্ষণেই তা যথার্থ সংজ্ঞাখুন্য ও পাগলিনী হইয়াছিলেন। যখন স্বরেন্দ্রনাথের . চীর শেষ হইল, তখন সেই মধুর চিন্তাস্বত্র সহসী ছিন্ন হইল, স্বপ্নোখিতের স্বরেন্দ্রনাথের দিকে দেখিলেন, সহসা পাগলিনীর দ্যায় মুরেন্দ্রনাথের দক হস্ত প্রসারণ করিলেন, তৎক্ষণাৎ বিমলার সম্পূর্ণ চৈতন্য হইল, ੇ মানসিক চেষ্টার দ্বারা হৃদয়ের বেগ সম্বরণ করিলেন। সহস্ৰ নির সুমিষ্ট ভাবে মুধু একবার রক্তবর্ণ হইয়া উঠিল, আবার সহস্র বিকট নরাশ্র্যজনক ডুবে মুহূৰ্ত্তের মধ্যে সে রক্ত অপসারিত হওয়ায় বদনমণ্ডল কেবারে পাঙুবর্ণ হইল --- স্বরেন্দ্রনাথ, আমি চলিলাম, অভাগিনীকে রুপাখিও । এই বলিয়া মুচ্ছিত হইয়া সহসা ভূতলে পতিত হইলেন । "সুরেন্দ্রনাথ তৎক্ষণাৎ জলসেচন ও ব্যজন করিয়া তাহাকে চৈতন্যদান hবার চেষ্টা করিলেন;–সে চেষ্টা বৃথা, বিমলার জীবনগ্রন্থি ছিন্ন হইয়া—কয়েক মাস হইতে প্রেমের জলন্ত পাবক নিভৃত বৃথিবীর চেষ্টায় স্তরে স্তরে দগ্ধ হইতেছিল,—আজি সে বীরাক্তঃকরণ fy হইল । কাল সমাগত । শঙ্খধ্বনিতে গ্রাম 'পরিপূর্ণ হইল, শুভকার্য্যেক্ষ স্ত্রীলোকের কণ্ঠধ্বনি নৈশ গগনে উখিত হইতে লাগিল, জমাদারক্ষু বিবাহোপলক্ষে চতুর্শ্বি গ্রামবাসী ও গ্রামবাসিনী একত্র হইয়।