পাতা:বঙ্গবিজেতা.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গবিজেতা । 氢意 জানিন্ত না। বলিল, “ যাইবে ?” যে কাতরস্বরে এই কথাটী উচ্চারিত হইল, সে কেবল রমণীকণ্ঠ হইতেই সস্তুবে। স্নেহার্ড, প্রেমপরিপুর্ণ রমণীহৃদয় হইতে সেই স্বর বহির্গত হয়। সরলা সেই স্বরে জিজ্ঞাসা করিল, “ যাইবে ?” ইন্দ্রনাথ আর অশ্র সম্বরণ করিতে পারিলেন না। সরলার অশ্রুপরিপূর্ণ চক্ষু দেখিয়া, স্বৰ্গীয় প্রেমময় মুখমণ্ডল দেখিয়া, স্নেহমাধ কথা শুনিয়া তাহার হৃদয় একবারে দ্রবীভূত হইল। ছুইটী হাতে সরলার দুইটা হাত ধরিয়া রহিলেন- দুই জনেরই শরীর কম্পিত হইতে লাগিল ; হৃদয় যেন বিদীর্ণ হইতে লাগিল ; অশ্রুধারায় মুখমণ্ডল ভাসিতে লাগিল । সেই পৌর্ণমাসী রজনীতে, সেই নিভৃত উদ্যানে, চন্দ্রালোকে উভয়ে অনেকক্ষণ নিস্তব্ধ হইয়া,—উভয়ের হস্তধারণ করিয়া, পরস্পরের বদনমণ্ডল নিরীক্ষণ করিতে লাগিলেন –পরস্পর-দৰ্শন-তুং পরস্পর যেন সতৃষ্ণনয়নে পান করিতে লাগিলেন ;–পরস্পরের বদনমণ্ডল দেখিয়াg হৃদয়ের যাতনা কিছু কিছু শান্ত হইতে লাগিল । r অনেকক্ষণ পরে ইন্দ্রনাথ স্নেহভরে সরলার চক্ষের জল মুছাইয়া দিয়া, আশ্বাস দিয়া বলিলেন,— “ সরল, আমি ধৰ্ম্মের গৌরবের জন্য, পাপের দণ্ডের জন্য যাইতেছি। ভগবান অবশুই আমাকে সাহায্য করিবেন । যদি তিনি সাহায্য করেন, তবে কাহাকে ভয় ? অবশুই কৃতকার্য হইয়। আবার তোমারই নিকট আসিব । ” সরল কিঞ্চিৎ শান্ত হইয়া বলিল, “ যদি আইল, কবে আসিবে ?” ইন্দ্রনাথ বলিলেন, “ছয় মাসের মধ্যে আসিব। আজি পূর্ণিমা, আজ হইতে সপ্তম পূর্ণিমা তিথিতে আবার তোমার সহিত দেখা হইবে। যদি না হয়, তবে জানিবে ইন্দ্রনাথ আর এজগতে নাই ।” “ যদি না হয়, তবে জানিবে, সরলাও আর এজগতে থাকিবে না।” এই কথা বলিতে বলিতে দ্বারদেশে শব্দ হইল। সরলা বুঝিল, চিন্তা , আদিয়াছে। দ্বার খুলিয়া দিতে গেল। ইন্দ্রনাথ অনিমেষলোচনে তাহার দিকে নিরীক্ষণ করিতে লাগিলেন, ও মনে মনে বলিলেন,— “ ভগবান, সহায় হও, যেন এই রমণীরত্ব লাভ করিতে পারি। যদি না পারি, এই পূর্ণচন্দ্র সাক্ষী রছিলেন, অদ্য হইতে সপ্তম পূর্ণিমাতে আত্মবিসর্জন করিব।” * r.x:M