পাতা:বঙ্গবিজেতা.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'S్చ ষঙ্গবিজেতা । অমলার বক্ষঃস্থলে আপন মুখ লুকাইয়া দরবিগলিত ধারায় রোদন {ंग्लिंड লাগিল । দ্বিপ্রহর রাত্রিতে সহসা এই কথা শুনিয়| অমলার হৃদয়ে যেন বজ্রপাত হইল। প্রথমে সে কথা বিশ্বাস করিতে পারিল না, কিন্তু সরলার স্বরভঙ্গীতে সন্দেহেরও স্থল থাকিল না । অমল কারণ কিছুই বুঝিতে পারিল না ; কিন্তু মনে মনে প্রতীতি হইল, প্রিয়সখীর সহিত চিরবিচ্ছেদ অনিবাৰ্য্য । তথন আমলাও চিত্ত সংযম করিতে পারিল না। সরলচিত্ত। সরলাকে অমল কনিষ্ঠ সোদর অপেক্ষাও স্নেহ করিত । ছয় বৎসর কাল একত্র থাকিয় তাহাকে সোদর অপেক্ষাও অধিক ভাল বাসিত। এখন, সহসা সেই প্রিয়সর্থীর সহিত চিরবিচ্ছেদ হইল । সহসা ছয় বৎসরের প্রণয়ের কথা মনে উদয় হইতে লাগিল । অমলা অশ্রুবেগ সস্বরণ করিতে পারিল না, চক্ষুজলে সরলার কেশ সিক্ত করিল ; কিন্তু সরলাকে রোদন করিতে দেখিয়া শীঘ্রই আপন চিত্ত সংযত করিল, সরলাকে বলিল, “আমার সঙ্গে আবার শেষ দেখা ? তুমি যেখানে থাকিবে, আমি সেই খানে যাইয়। তোমার সহিত দেখা করিব, তাহার জন্য চিন্তা কেন ? এক্ষণ এ গ্রাম হইতে তোমরা কেন যাইবে, বল দেখি ?” সরল কিঞ্চিৎ শান্ত হইয়ু বলিল, “ তাহা অামি জানি না ; মা তাহ। বলেন নাই ; কিন্তু আমরা ইচ্ছামতী-তীরে মহেশ্বর-মন্দিরে যাইতেছি ।” অম। "কেন যাবে, জান না ?—আমি বলিব ?” সর । " বল ।” অম। “ তোমার মা তোমার বিবাহের সম্বন্ধ স্থির করিয়াছেন !” সরল অগত্য দুঃখ ভুলিয়া গেল, একটু হাসিল । অমল পুনরায় বলিল— “ তা মহেশ্বরমন্দির আর রুদ্রপুর ত এপাড়া ওপাড়, প্রত্যহ যাইয়া င္တူ দেখিয়া আসিব । দেখিও, বিবাহের সময় আমি উপস্থিত হইয়৷ * छेलू” रुि ” এই প্রকারে অনেকক্ষণ কথোপকথন হইতে লাগিল । কেহ তার কাহাকেও ছাড়িতে চাহে না,-ছাড়িলে যেন দুই জনেরই হৃদয় বিদীর্ণ হইবে। তথচ অমলার কথায় সরলার হৃদয় কিছু শান্ত হইয়াছে ;–অমলার অধরে হাসি, চক্ষে ক্ৰন্দন-হৃদয়ে কি তুমুল ঝটিকা প্রবাহিত হইতেছিল, পাঠক মহাশয় বুঝিবেন। - ... ', " .. - ক্ষণেক পর অমলা বলিল, দাড়াও সই, আমি শীঘ্রই আসি । বলিয়া গৃহমধ্যে প্রবেশ করল। আসিতে অনেক বিলম্ব হই,