পাতা:বঙ্গবিজেতা.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\38 বঙ্গবিজেন্ত৷ l পাইল। সরল কিছু বুঝিতে পারিল না, ভাবিল সইত ঘুমাইতে গেলুক্রেন্দন করে কে ? ভাবিতে ভাবিতে দ্রুতপদে আপন গৃহাভিমুখে গমন কামল। এদিকে ইন্দ্রনাথ নৌকা ঠিক করিলেন । মহাশ্বেত, সরল ও ইন্দ্রনাথ সেই নৌকায় আরোহণ করিলেন, দ্রব্যাদিয় মধ্যে শ্বেতপ্রস্তর-নিৰ্ম্মিত শিবপ্রতিমা, আর দুই একটা ত্যাবগুকীয় দ্রব্য ভিন্ন কিছুই লইলেন না। নৌক৷ ধীরে ধীরে ইচ্ছামতী নদী দিয়া চলিতে লাগিল। কোন কোন স্থানে নদী প্রশস্ত হইয়াছে, উভয় পার্শ্বে প্রান্তর, অটবী ও গ্রামস্থ বৃক্ষলতাদি চন্দ্রালোকে অনুপম শোভা ধারণ করিয়াছে । কোন কোন স্থানে নদী এমন সংকীর্ণ হইয়াছে যে, উভয় পার্শ্বস্থ বংশশাখা লম্বিত হইয়া পরস্পরকে আলিক্ষন করিতেছে । তাহার নিবিড় পত্ররাশির মধ্যদিয়া চন্দ্রালোক প্রবেশ করিয়া স্থানে স্থানে ইচ্ছামতীর স্বচ্ছ সলীল উজ্জল করিতেছে। ইচ্ছামতীর নীল জল কলু কলু করিতেছে ও তাহার উপর দিয়া ক্ষুদ্র তরী তবু তরু করিয়া ভাসিয়া যাইতেছে। সরলা এই প্রকার শোভা সুদৰ্শন ও শ্রুতিমধুর শব্দ শ্রবণ করিতে করিতে শীঘ্রই নিদ্রিত হইল । ইন্দ্রনাথ নিকটে উপবেশন করিয়! আপন অঙ্কে সরলার মস্তক স্থাপন করিলেন, সমস্ত রাত্রি আপনি অনিদ্র হইয়া সেই নিৰ্ম্মল চম্রালোকদীপ্ত সেই নিৰ্ম্মল মুখমণ্ডল দেখিতে লাগিলেন । চক্ষুর জ্যোতিঃ এক্ষণে স্তিমিত ; নিবিড় কৃষ্ণপক্ষযুক্ত পত্রগুলি নিপন হইয়া রহিয়াছে । প্রাতঃকালে নৌকা ইচ্ছামতী-তীরস্থ এক ক্ষুদ্র গ্রামে লাগিল। সেই গ্রাম প্রসিদ্ধ মহেশ্বর-মন্দির হইতে অৰ্দ্ধ ক্রোশ দূর ও চারিদিকে কাননে বেষ্টিত । মন্দিরের মহন্ত চন্দ্রশেখর ও অন্তষ্ঠি পূজক সময়ে সময়ে মন্দির হইতে আসিয়৷ এই গ্রামে বাস করিত, সেই জন্য ইহাকে ধনশ্ৰম বলিত । আরোহীগণ নামিলেন। ধীরে ধীরে পথ অতিবাহন করিয়া চন্দ্রশেখরের আশ্রমে উপস্থিত হইলেন। আশ্রমবাসীগণ আগ্রহপূর্বক রমণীগণকে আহ্বান করিলেন। ইন্দ্রনাথ সরলার নিকট বিদায় লইয়া বলিলেন, “আজি হইতে সপ্তম পূর্ণিমার মধ্যে যদি তোমার সহিত ন সাক্ষাৎ করি, তবে জানিবে, ইন্দ্রনাথ এজগতে নাই ;–সে পৰ্য্যস্ত আমাকে মনে রাখিও ” সরলার কোন উত্তর নাই, অতি কাতর সজল নয়নে ইন্দ্রনাথের দিকে চাছিয়া রহিল ; তাহার অর্থ এই, “শরীরে যতদিন জীবন থাকিবে, তুমি স্থতিপথে জাগরিত থাকিবে।” দেখিতে দেখিতে ইন্দ্রনাথ দৃষ্টির অগোচর হইলেন। সরলা অনেকক্ষণ শূন্য হৃদয়ে, সজল নয়নে সেইদিকে চাহিয়ারহিল, অনেকক্ষণ পর শূন্য হৃদয়ে আশ্রমাভিমুথে ফিরিল। চাn I