পাতা:বঙ্গবিজেতা.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘து ை - ச . بجي عام * ললাট কুঞ্চিত ও সমস্ত বদন বিকৃত হইয়া রহিয়াছে। কি ঘোর চিস্তায় আপনাকে এপ্রকার যাতনা দিতেছে ? সামান্ত জমীদার, সামান্য কৃষকও দৈনিক শ্রমের পর রজনীতে বিশ্রাম লাভ করে, বঙ্গদেশের রাজাবিরাজ দেওয়ান মহাশয়ের কি সে বিশ্রামে অধিকার নাই ?” বিমলা ক্ষণেক নিস্তব্ধ হইলেন, দেখিলেন, পিতা স্থিরভাবে তাহার কথাগুলি শ্রবণ করিতেছেন,—পুনরায় বলিতে লাগিলেন—

  • গত একমাস অবধি আপনার নিকট এত চর আসিতেছে কেন ? চর এত গুপ্তভাবে আসিয়া এবং গুপ্তভাবে চলিয়া যায় কেন ? দিবারাত্রি আপনিই বা কোন গুপ্ত পরামর্শে ব্যস্ত আছেন ? বঙ্গদেশের দেওয়ানের কার্য্যের ভার অতি গুরুতর সন্দেহ নাই, কিন্তু দেশের সুশাসন ও প্রজার মঙ্গল যে কার্যের উদেশু, সে কাৰ্য্য ও সে পরামর্শ রজনী দ্বিপ্রহরের সময় গৃহের কবটি রুদ্ধ করিয়া কতকগুলি নিভৃত চরের সহিত সিদ্ধ হয় কেন ? বালিকার এসকল কথা জিজ্ঞাসা করা উচিত নহে, যদি আমি অপরাধ করিয়া থাকি, পিতা মার্জন করুন ; কিন্তু আপনি বুদ্ধিমান ও বিচক্ষণ। বিবেচনা করিয়া দেখুন, কপটাচারী খলস্বভাব সৰ্পেরই বক্র গতি; উদারচিত্ত মমুষ্যের গতি সরল। যাহার চরিত্র সরল, র্যাহার উদ্দেশ্য সরল, র্তাহার গতি বক্র হইবে কেন ? পিতা, বালিকার কথায় অবধান করুন, কপট লোকের পরামর্শ ত্যাগ করুন, ধৰ্ম্মের পথ,—সরল পথ অবলম্বন করুন, তাহাহইলে কাহাকেও ভয় থাকিবে না, কোন চিন্তা থাকিবে না। পাপপথে সৰ্ব্বদাই ভয়, ধৰ্ম্মপথ নিরাপদ ও নিষ্কণ্টক ”

বলিতে বলিতে বিমলার উদার ললাট ও বদনমণ্ডল অধিকতর উদ্দীপ্ত হইয়া উঠিল ; তাহার উজ্জল নয়নযুগল হইতে উজ্জ্বলতর আভা বহির্গত হইতে লাগিল। বিমল অতিশয় পিতৃবংসলী কন্যা, কিন্তু তাহার হৃদয়ে নৈসৰ্গিক গেীয়ব ও ধৰ্ম্মবল বিরাজ করিত । সেই গৌরবের আবির্ভাব হইলে জনাকীর্ণ রাজসভায় যিনি শত শত বার বাকৃপটুতার জন্য প্রশংসাভাজন হষ্টয়াছিলেন, সপ্তদশবর্ষীয়া বালিকার কথায় তিনি নিরুত্তর হইতেন । a পাপপথে সৰ্ব্বদাই ভয়, সরল ধৰ্ম্মপথ নিরাপদ ও নিষ্কণ্টক,” এই ' কথা অৰ্দ্ধন্দুবচনে উচ্চারণ করতে করিতে সতীশচন্দ্র সে কক্ষ হইতে বহির্গত হইলেন ।