পাতা:বঙ্গবিজেতা.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

। 8० 1! সপ্তম পরিচ্ছেদ । مـــــــــــحوچه س-- পাপিষ্ঠে পাপিষ্ঠে । -بچم. Try what repentance can : What can it not 7 Yet what can it when one cannot repent 7 () wretched state ! O bosom black as death ! O limed soul that struggling to be free, Art more engaged. Help angels, make assay ! Bow stubborn knees I and hearts with strings of steel, Be soft as sinews of the new-born babe, All may be well. Shakespeare. সতীশচন্দ্র বাহিরে অাপন কক্ষে যাইয়া ভৃত্যকে ডাকিয়া বলিলেন, * শকুনিকে ডাকিয় দে।” ভূত্য অগ্রে প্রভুর সেবা করিতে যাইতেছিল, কিন্তু সতীশচন্দ্র তাহাকে মুষ্টিপ্রহার করিয়া বলিলেন, “ আগে শকুনিকে ডাকৃ।” ভূত্য বেগে প্রস্থান করিল। বাহিরের কক্ষ অতি প্রশস্ত ও অতি সুন্দররাপে সজ্জিত। গৃহতল অতি সুচারুচিত্ৰশোভিত বস্ত্রে মণ্ডিত ; প্রতিদ্বারে, প্রতিবাতায়নে সুগন্ধ পুপমালা লম্বিত রহিয়াছে ; স্থানে স্থানে স্তৃপাকারে পুপ সজ্জিত রহিয়াছে ; সম্মুখে মুগন্ধ তৈলপুর্ণ দ্বীপ জলিতেছে ; দীপের চতুস্পার্শ্বে আবার পুষ্পগুচ্ছ সজ্জিত রহিয়াছে । সতীশচন্দ্রের উপবেশনস্থান মহাৰ্হ রক্তবস্ত্রে মণ্ডিত,— সেই তুন্দর কক্ষে, সেই মহাহ আসনে উপবেশন করিয়া মহাবলপরাক্রান্ত, মহাধনসম্পন্ন, রাজাধিরাজ দেওয়ান সতীশচন্দ্র তাজি বিষন্নবদন কেন ? পাপের প্রায়শ্চিত্ত ! পাঠক মহাশয়, যদি “ বিষয়ী” লোক হয়েন, বলুন দেখি, লোকে আপনাকে যেরূপ সুখী মনে করে, আপনি কি যথার্থই সেইরূপ সুখভোগ করেন ? বলুন দেখি, জগৎ সংসারে মুখবৰ্দ্ধন করিয়া উদারচরিত্র লোকে যেরূপ সুখসম্ভোগ করেন, আপনার ধনসঞ্চয়ে কি সেই প্রকার নিৰ্ম্মল সুখলাভ হয় ? প্রেমপত্রের মুখাবলোকন করিয়া প্রেমিকের হৃদয় যেরূপ উল্লাসিত হয়, প্রাকৃতিক শোভা সদর্শন করিলে কবির অন্তঃকরণ যেরূপ আনন্দিত হয়, উচ্চপদ লাভে কি আপনার মন সেইরূপ উল্লাস প্রাপ্ত হয় ?--কাব্যরসে বা বান্ধব-সদালাপে অন্তঃকরণ যেরূপ প্রফুল্ল হয়, কেবল ধনসঞ্চয়ে ; হৃদয়ের কি সেরূপ জন্মে ? যদি না হয়, তবে দিনে দিনে, সপ্তাহে সপ্তাছে,