বঙ্গবিজেতা। 骤 প্রথম পরিচ্ছেদ । ممستجوه حمام রুদ্রপুরে আগমন । 哆 اسس في مصند While the ploughnian near at land, Whistles o'er the furrowed land, And the milkmaid singeth blithe, And the mower whets his scythe, And every shepherd tells his tale Under the hawthorn in the dale. Milton. - ১২০৩ খ্ৰীষ্টাব্দে বঙ্গ ও বিহার দেশে হিন্দুরাজ্যের নাম লোপ হইল। সেই অবধি ১৫৭৬ খ্ৰীষ্টাব্দ পৰ্য্যন্ত আফগান অথবা পাঠানের এই দেশে রাজত্ব করেন । ইহার কখন দিল্লী সাম্রাজ্যের অধীনতা স্বীকার করিতেন, কখন বা সময় পাইলে স্বাধীনভাব অবলম্বন করিতেন । ইহঁাদিগের রাজ্যতন্ত্র অনেকাংশে ইউরোপীয় ফিউড়ল রাজ্যস্তন্ত্রের সদৃশ ছিল । দেশের সিংহাসন শূন্য হইলেই কখন কখন সেনাপতিগণ আপনাদিগের মধ্যে কাহাকেও রাজ স্থির করিতেন, কখন বা কোন সেনাপতি আপন বাহুবলে সিংহাসনে আরোহণ করিতেন । দেশের অধিপতি কোন একটা উৎকৃষ্ট জেলা আপন অধীনে রাখিতেন, অন্যান্য জেলা প্রধান প্রধান সেনাপতিদিগের মধ্যে বিভাগ করিয়া দিতেন। তাহারা আবার আপন অধীনস্থ কৰ্ম্মচারীদিগের মধ্যে জমী বিভাগ করিয়া দিতেন। কালক্রমে এইপ্রকার রাজ্যতন্ত্রের কিছু কিছু পরিবর্তন হইতে লাগিল , সেনাপতিগণ কখন কখন বঙ্গাধিপতির অধীনতা স্বীকার করিতেন, আবার সুযোগ পাইলেই আপন আপন জেলায় স্বাধীনভাৰ
পাতা:বঙ্গবিজেতা.djvu/৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।