পাতা:বঙ্গবিজেতা.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a 1. - অষ্টম পরিচ্ছেদ । صدجاجهم مسيس. ধূৰ্ত্তে ধুৰ্বে । حسصح ومسمعه Curse on his perjured arts dissembling smooth } Are honor, pity, conscience, all exiled 3 Is there no pity, no relenting truth : Burns. পরদিন প্রাতে দেওয়ানজী মহাসমারোহে মুঙ্গের যাত্রা করিলেন। কন্যার নিকট বিদায় লইবার সময় বিমল বলিলেন, “পিতা, আপনি চলিলেন, অনুমতি করুন, আমি প্রসিদ্ধ মহেশ্বর-মন্দিরে যাইয়া আপনার মঙ্গলার্থ পুজা দিব । তথায় আমাকে তিন দিন অবস্থিতি করিতে হইবে।” পিত। সম্মত হইলেন ও অনেক মেহগর্ভ বচনে কন্যার নিকট বিদায় লইলেন । কন্যার চক্ষুজলে বস্ত্র সিক্ত হইল, পিতা চলিয়। যাইবার সময়, সেই দিকে নিরীক্ষণ করিয়া বিমলা মনে মনে বলিতে লাগিলেন, “ এই বিপুল সংসারে আপনি ভিন্ন এ হতভাগিনীর আর কেহ নাই, আপনি না থাকিলেও সংসার আমার পক্ষে অন্ধকার । ভগবান আপনাকে নিরাপদে রাখুন, ধৰ্ম্মপথে আপনার মতি হউক । আপনার নৈসর্গিক চরিত্র ত উদার ও অকপট, কুক্ষণে শকুনির সহিত মিলন হইয়াছিল ।” শকুনির সহিত বিদায় লইবার সময় শকুনি বলিল, “আপনি অগ্রসর হউন, আমিও সমরসিংহের বিধবাকে উপযুক্ত স্থানে রাখিয়া ও অন্যান্য কাৰ্য্য সমাধা করিয় আপনার নিকট যাইতেছি।” সতীশচন্দ্র উত্তর করি লেন, “ যাহা উচিত হয় কর, আমি তোমারই তীক্ষুবুদ্ধির উপর নির্ভর করি।” শকুনি বলিল, “ভূত্যের সামান্য বুদ্ধিতে যতদূর সম্ভবে, প্রভুর কার্য্য সমাধা করিতে ক্রটি করিবে না।” সতীশচন্দ্র যখন বহির্গত হইলেন, শকুনি মনে মনে বলিতে লাগিল, “ বুদ্ধিখানা তীক্ষ কি না, হাতে হাতেই টের পাইবে, বড় বিলম্ব নাই ।” • শকুনির সহিত সতীশচন্দ্রের আজ আট বৎসর পরিচয় । বথন প্রথমে পরিচয় হইয়াছিল, তখন শকুনির বয়ঃক্রম বিংশতি বৎসর, সতীশচন্দ্রেয় বয়ঃক্রম চত্বারিংশৎ বর্ষ। শকুনি দেখিতে স্বত্র ছিল ও অল্প বয়সে অনাথ ব্রাহ্মণপুত্র বলিয়। সতীশচত্রের দ্বারে শরণাপন্ন হষ্টরাছিল । সতীশচন্দ্র ।