পাতা:বঙ্গবিজেতা.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* বঙ্গবিজেতা । 艦額 আকাঙ্ক্ষায় মহেশ্বরের উপাসনা করিতে আলিতেন ; চিররোগীগণ রোগশাক্তি-কামনায় এই মন্দিরে আদিতেন, যোদ্ধাগণ জয়াকাঙ্ক্ষায়, কৃপশগণ ধনাকাঙ্ক্ষায়, যুবকগণ বিদ্যাকাঙ্ক্ষায়, নানাবিধ প্রকারের লোক নানাকাঙ্কায় এই মন্দিরে সমবেত হইত। বহুকালের ধন সঞ্চিত হইয়। এই মন্দিরে রাশীৰ্ব্বত হইয়াছিল, মন্দিরের অট্টালিকাসমূহ দিন দিন দীর্ঘায়ত হইতেছিল। মধ্যে উচ্চ মন্দির, তাহার চারিদিকে শ্রেণীবদ্ধ, উজ্জল, উন্নত সৌধমাল শোড পাইত । আগন্তুকগণ এই সৌধমালায় বাস করিত, তাহা হইতে যে অীয় হইত, তাহাও দেবসেবায় অর্পিত হুইত । এই অট্টালিকাশ্রেণী প্রকাও চক্রাকৃতিতে নিৰ্ম্মিত হইয়াছিল। তন্মধ্যবৰ্ত্তী স্থান অতি বিস্তীর্ণ। তাহার মধ্যস্থানে উন্নত.মহেশ্বর মন্দির মস্তকেত্তোলন করিয়া রহিয়াছে । সুতরাং মন্দিরের যে কোন দিকে দগুণয়মান হইয়া দেখিলে কেবল সৌধমালা ভিন্ন আর কিছুই দেখা যাইত না । এই চক্রাকৃতি সৌধমালার ভিতর দিয়া মন্দিরাভিমুথে যাইবার জন্য চারিদিকে চারিটী সিংহদ্বার ছিল । শিবিক কি শকট সেই সিংহদ্বার পৰ্য্যন্ত আসিতে পারিত, তাহার ভিতর যাইতে পারিত না । সেই সিংহস্বারের ভিতর প্রবেশ করিলে আর ধনগৌরবজাত কোন প্রকার বিভিন্নতাই স্থান পাইত না । রাজকুমারী ভিখারিণীর সহিত একত্র পদব্রজে সিংহদ্বার হইতে মন্দির পর্য্যন্ত যাইতেন, ভস্ম-বিভূষিত সন্ন্যাসীর সহিত স্বর্ণরৌপ্যলস্কৃত মহারাজ একত্রে পথ অতিবাহিত করিতেন ! ধৰ্ম্মের সম্মুখে, মহেশ্বরের মৃন্মুখে উচ্চকে নীচ কে ? ধনীই বা কি ? দরিদ্রই বা কি ? সকলই সমান। যদিচ চারিদিকের সৌধবেষ্টিত মধ্যস্থ ভূমি অতিশয় প্রশস্ত ও বিস্তীর্ণ, তথাপি কখন কখন এত লোকের সমাগম হুইত যে, সেই ভূমি লোকে পরিপূর্ণ হইত। তথায় যে কেবল উপাসক আসিত, এমত নহে ; নানাপ্রকায় লোকে নানা প্রকার দ্রব্য বিক্রয়ার্থ আসিত। বালক বালিকার জন্য নানাপ্রকার ক্রীড়াদ্রব্য, যুবক-যুবতীদিগের জন্য নানাপ্রকার অলঙ্কায়, সকলের জন্যই পরিধেয়, খাদ্য ও অন্যান্ত নানারূপ ব্যবহার্য্য দ্রব্য তথায় দিবানিশি বিক্রয় হইত। ক্রেতৃগণ তথায় দিবানিশি ব্যস্ত রহিয়াছে। লে* পবিত্র ভূমিতে স্ত্রীলোকে সকলের সম্মুখে আসিতে কুষ্ঠিত হইতেন না ; যুবতীগণ দ্রব্যাদি ক্রয়ার্থ সেই বহুজনসমাকীর্ণ স্থানে বাহির হইতে লজিক্ত . হইতেন মা ; সামাজিক নিয়ম সমুদায় সেই দেবমন্দিরে প্রবল ছিল না। • যখন বিমলা আপন সঙ্গিনীর সহিত মহেশ্বরু-মন্দিরে পন্থছিলেন, তখন রজনী আগত হইয়াছে। বিশ্রাম করিয়া আহারাদি করিতে করিতে রজনী