পাতা:বঙ্গবিজেতা.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o, - বঙ্গবিজেতা । জুবলম্বন করিতেন। বঙ্গদেশীয় হিন্দুগণ সাহস ও যুদ্ধকৌশলে নুন হঁলেও অতিশয় বুদ্ধিমান ও কৰ্ম্মঠ ; এজন্য পাঠান অধ্যক্ষগণ র্তাহদিগকেই প্রধান প্রধান কাৰ্য্যে নিযুক্ত করিতেন, তাহাদিগকেই জমীদার করিয়া তাহাদিগের দ্বার প্রজার নিকট কর সংগ্ৰহ করিতেন এবং র্তাহদিগকেই বিশেষ সন্ত্রমের পাত্র করিতেন । এমন কি, বঙ্গদেশের পাঠান রাজাদিগের মধ্যে আমরা একজন হিন্দুরাজারও নাম দেখিতে পাই । ১৩৮৫ খ্ৰীষ্টাব্দে কংস রাজা বঙ্গদেশের অধিপতি হইয়া সাত বৎসর নিরাপদে রাজত্ব করেন। তিনি পূৰ্ব্বে জমীদার ছিলেন, আপন বাহুবলে সিংহাসনে আরোহণ করেন। র্তাহার পুত্র মুসলমানধৰ্ম্ম অবলম্বন করেন ও তাহার বংশ সৰ্ব্বশুদ্ধ চত্বারিংশৎ বৎসর বঙ্গদেশে রাজত্ব করেন। উপরি উক্ত বিবরণ হইতে অনায়াসেই প্রতীয়মান হইবে যে, দেশে হিন্দুদিগের প্রভূত ক্ষমতা ছিল। দেশস্থ জমীদার, জায়গীরদার, অধিকাংশই হিন্দু ছিলেন ; প্রধান প্রধান জমাদারদিগের কিছু কিছু সৈন্য থাকিন্ত ও যুদ্ধসময়ে প্রতিদ্বন্দ্বী যোদ্ধাগণ র্তাহাদিগকে স্ব স্ব দলভূক্ত করিতে বিশেষ যত্ন করিতেন । দেশের কৃষক ও প্রজাগণ সম্পূর্ণরূপে জমাদারদিগের অধীন থাকিত । জমীদারগণ সচ্চরিত্র ও সদয় হইলে কৃষকদিগের আনন্দ ; জর্মীদার প্রজাপীড়ক হইলে তাহাদিগের আর নিস্তার থাকিস্ত না । পরীক্রান্ত জমীদারগণ প্রায়ই আপনাদিগের মধ্যে যুদ্ধ করিতেন, তাহাতেও দেশের বিশেষ অনিষ্ট হইত। ফলতঃ সে সময়ে যে জমাদার বিশেষ বুদ্ধিকুশল হইভেন, তিনি ছলে বলে কৌশলে অন্যান্য জমাদারের নিকট হইতে জমী লষ্টয়া আপন অধিকার বাড়াইতে পারিতেন। প্রজাদিগেয় মধ্যে বিবাদ বিসম্বাদ হইলে তাহারা কিম্ব। তাহদের কৰ্ম্মচারিগণ নিম্পত্তি করিয়৷ দিতেন, দস্থ্য ও দুশ্চরিত্র লোকদিগকে র্তাহারাই দণ্ড দিতেন, তাহারাই গ্রামে গ্রামে শান্তিরক্ষা করিতেন। অধিক কি, তৎকালে তাহারাই প্রজাগণের " বাপ মা” ছিলেন । প্রজারা কি হারে কর দিবে, তাহ প্তাহীরাই নিৰ্দ্ধারিত করিতেন ; তাহারা যাহ। চাহিতেন, তাহ দিতে অসম্মত হওয়া কোন প্রজার সাধ্য ছিল না । তাহার। অবিচার করিলে সুবিচারের সম্ভাবনা ছিল না। ফলতঃ জমীদারেরাই প্রজাদিগেয় পালনকৰ্ত্ত ও বিচারপতি ছিলেন, তাহারাই প্রজাদিগের রক্ষক ও রাজা ছিলেন । t ১৫৭৩ খ্ৰীষ্টাব্দে শেষ পাঠান রাজা দায়ুদ খাঁ বঙ্গদেশের সিংহাসনে আরোহণ করেন। তাহার পরবৎসরেই আকবর শাহ এই দেশ জয় করি