পাতা:বঙ্গবিজেতা.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* বঙ্গবিজেতা । ለ " পারিলেন না। যুবকের ললাট উদার ও প্রশস্ত, কিন্তু নিদ্রাতেও যেন কোন গাঢ় চিত্তায় বা দৃঢ় প্রতিজ্ঞায় কুঞ্চিত রহিয়াছে। নয়ন মুদিত, বদনমণ্ডল উজ্জ্বল ও বীরদর্পপ্রকাশক । প্রশস্ত স্কন্ধ ও বক্ষঃস্থলের উপর দিয়া যজ্ঞোপবীত লুটাইয় পড়িয়ছে, বাহুযুগল দীর্ঘ ও বলিষ্ঠ। উপাসকের আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বিমলার বোধ হইল যেন কোন বীরপুরুষ বীরত্রতে ব্ৰতী হইয়া দূরদেশ যাত্রা করিতেছেন, পথিমধ্যে এই দেবমন্দিরে উপাসনা করিতে আসিয়াছেন । শ্রাত্তি বশতঃ বা অন্য স্থান না থাকতে উপাসনান্তে এই স্থানেই নিদ্রিত রহিয়াছেন । বিমলার অবলা হৃদয়েও বীর-ভাবের অভাব ছিল না ; সুতরাং উপাসকের এই অলৌকিক বীর-আকৃতি দেখিয় তাহায় হৃদয় সহসা স্তম্ভিত হইল, শরীর সহসা কটকিত হইল । কি কারণে র্তাহার মনে চঞ্চল্য হইল, বিমল কিছু বুঝিতে পারিলেন না, কিন্তু অনিমেষলোচনে সেই বীরপুরুষের দিকে নিরীক্ষণ করিতে লাগিলেন । যত দেখিতে লাগিলেন, তাহার হৃদয় আরও অগ্নি-অভিমুখে পতঙ্গবৎ আকৃষ্ট হইতে লাগিল, শরীর তাধিকতয় অবসন্ন হইতে লাগিল,—কলের পুত্তলীর মত একদৃষ্টি সেই উপাসকের দিকে চাহিয়া রছিলেন। পাঠক মহাশয় । কখন কি প্রথম দর্শনে প্রেমে পড়িয়াছেন ? কখন কি কোন রমণীরত্ব দেখিবামাত্র আপনার হৃদয় সহসা চঞ্চল হইয়াছে, শরীর কণ্টকিত হইয়াছে, নয়ন আকৃষ্ট ও নিমেষশূন্ত হইয়াছে ? কখন চঞ্চল নয়ন দুখানি দেখিয়া আপনার হৃদয় একবারে দ্রবীভূত হইয়াছে,—সুধাপরিপূর্ণ স্মিতপ্রফুল্ল ওষ্ঠ দুখানি দেখিয়া কোন সুন্দরীকে স্নেহের পুত্তলী, প্রেমের পুত্তলী বলিয়া গ্রহণ করিতে মানস করিয়াছেন ? যদি করিয়া থাকেন, তবে বিমলার মনোগত ভাব কিছু কিছু বুঝিতে পরিবেন। আমাদের ভাগ্যে এপ্রকার কখন ঘটে নাই, সুতরাং আমরা বিমলার হৃদয়চাঞ্চল্যের কারণ কিছু বুঝিতে পারিতেছি না, বিমলাকে অবোধ বালিকা বলিয়। বোধ হইতেছে । - উপাসকের নিদ্রাভঙ্গ হইল, গাত্ৰোখান করিয়া দণ্ডায়মান হইলেন । চক্ষু উন্মীলন করিতেই দেখিলেন, সম্মুখে উজ্জলনয়না তত্বঙ্গ দণ্ডায়মান রহিয়াছেন, চায়ি চক্ষুর মিলন হইবামাত্র বিমলার সংজ্ঞা হইল । অপরিচিত পুরুষের দিকে দেখিতেছিলেন জ্ঞান হইল, লজ্জায় মুখ অবনত করিয়া ধীরে ধীরে মন্দির হইতে নিষ্ক্রান্ত হইলেন । . নিশা প্রভাতপ্রায় হইয়াছে । প্রাতঃকালের প্রথম রশ্মি বিমলার নয়নোপরি নিপতিত হইল । চারিদিকে দুই এক জন করিয়া লোক বাহির # জ