&b- বঙ্গবিজেতা । হইতেছে। বিমলার লোকের সম্মুখে পদব্ৰজে যাওয়া অভ্যাস নাই, কুঞ্চিত হইয়া দ্রুতবেগে বাসস্থানাভিমুখে চলিলেন । প্রাচীনগণ যখন জিজ্ঞাসা করিবেন, এতক্ষণ কি করিতেছিলেন, তখন বিমলা কি বলিবেন,--এতক্ষণ কি উপাসনা করিতেছিলেন ? বিমলার অন্যান্য চিন্তা হইতে লাগিল। এ বীরপুরুষ কে ? কি ব্রতে ব্ৰতী হইয়া সমস্ত রাত্রি উপাসনা করিতেছিলেন ? এমন ভাগ্যবানূ বীরপুরুষের প্রার্থনীয় কি আছে ? যদি কিছু থাকে, তাহা বিমলাকর্তৃক দত্ত হইতে পারে না ? ধন, ঐশ্বৰ্য্য, ভূমি, বিমলার ত কিছুরই অভাব মাই, এই বীরপুরুষের কামনা কি বিমলা সিদ্ধ করিতে পারেন না ?—রে অবোধ ! এ পুরুষ তোমার কে, যে তুমি তাহার মনস্কামনা সিদ্ধ করিতে ভৎপর হইয়াছ ? এ প্রশ্ন সহসা বিমলার হৃদয়ে উদিত হইল, তাহার উত্তর করিতে পারিলেন না ও চিন্তা দূর করিলেন । ক্ষণেক পর আবার ভাবিতে লাগিলেন,–আচ্ছা, উহার নিবাস কোথায় ? উহার পিতামত কে ? উহার কি বিবাহ হইয়াছে ?—রে অবোধ ! যদি হইয়া থাকে, তাহ হইলে তোমার কি ? এ প্রশ্নের উত্তর করিতে পারিলেন না । বিমলা যদি আপন হৃদয় বুঝিতে পারিতেন, তবে উত্তর করিতে পারিতেন, তবে বলিতেন, উনি আমার হৃদয়ের হৃদয় । দশম পরিচ্ছেদ । - مسجيسو هيلعباس-- প্রেমিকে প্রেমিকে । - سمینه سبب تسه Amid the jagged shadows Of mossy leafless boughs, Kneeling in the moonlight, To make her gentle vows: Her slender palms together prest, And heaving sometimes on her breast : Her face resigned to bliss or bale,_ Her face, O ! call it fair not pale,__ And both blue eyes more bright than clear, And each about to have a tear. Coleridge. সমস্ত য়াত্রি জাগরণের পর কিঞ্চিৎ অীরাম লাভ করিবার জন্য বিমলা আপন শয়নভবনে গমন করিলেন । দিনের বেল বড় অধিক নিদ্র হুইল
পাতা:বঙ্গবিজেতা.djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।