পাতা:বঙ্গবিজেতা.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবিজেতা । చీడి 'छु যুবক দেখিলেন, কোন উত্তর নাই, অথচ রমণী দণ্ডায়মান রহিয়াছেন,— পুনরায় জিজ্ঞাসা করিলেন— “ বলুন, আমি শুনিতেছি,--এখানে আর কেহই নাই ।” বিমলার বিহ্বলতা অধিকক্ষণ স্থায়ী নহে । তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন

  • আপনার নাম কি ?” যুবক উত্তর করিলেন,--“নাম এক্ষণে অজ্ঞাত থাকিবে,--আমাকে অধুনা ইন্দ্রনাথ শৰ্ম্ম বলিয়া জানিবেন।”

পাঠক মহাশয়! আমাদের পূর্বপরিচিত বন্ধুকে অনেকক্ষণই চিনিয়াছেন। বিমলা পুনরায় জিজ্ঞাসা করিলেন, “আপনার উপাসনার কারণ জিজ্ঞাসা করিতে পারি ?” ইন্দ্র । “ সংক্ষেপে বলিতেছি—কোন অনাথা, আশ্রয়হীনা স্ত্রীলোকের সাহায্যে কৃতসঙ্কল্প হইয়াছি।” 姆 বিম। “ ধনদ্বারা কোন সাহায্য হইতে পারে ?” ইন্দ্র ৷ ‘ না ; কিন্তু আপনাকে অপরিচিতের উপকারার্থ তৎপর দেখিয়া আনন্দিত হইলাম, ঈশ্বয় আপনাকে সুখে রাখুন।” বিম । " তবে কিরূপে সাহায্য হইবার সম্ভব ?” ইন্দ্র । “ বিচার । আমি মুঙ্গের যাত্রা করিয়া বিচার প্রার্থনা করিব , কিন্তু আপনি এ সমস্ত কথা জিজ্ঞাসা করিতেছেন কেন ? আপনি অবশুই সমস্ত বৃত্তান্ত অবগত আছেন।” বিমলা মুঙ্গের নাম শুনিয়া পিতার কথা স্মরণ করিলেন, পিতার বিপদ স্মরণ করিলেন, তখন লজ্জা একেবারে দূরীভূত হইল, সতেজে ইন্দ্রনাথকে বলিলেন, “ আপনি বোধ হয় বীরপুরুষ, আপনার ক্ষমতা অপার, প্রতিজ্ঞ করুন দামীর একটী তিক্ষা প্রতিপালন করিবেন।” ইন্দ্র। “ রমণি ! আমার ক্ষমতা নাই ; কিন্তু সাধ্যমতে আপনার আজ্ঞ প্লালন করিতে যত্নবান হইব ।” বিম। “ মুঙ্গেরে আপনি বঙ্গদেশের দেওয়ান সতীশচন্দ্রকে দেখিতে “ পাইবেন । তিনি এক্ষণে বিপদু-জালে বেষ্টিত, প্রতিজ্ঞ করুন, তাহাকে রক্ষা করিতে যত্ন পাইবেন ।” ইন্দ্রনাথের মুখ গম্ভীর হইল, ললাট কুঞ্চিত হইল। তিনি স্থির করি । লেন, “এই রমণী আমাকে চিনিতে পারিরাছেন ;-মহাশ্বেতায় বৃত্তাত্ত আদ্যোপাত্ত জানেন ; আমার ব্রতের বিষয়ও অবগত আছেন ;- সেই