পাতা:বঙ্গবিজেতা.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবিজেতা । ॐ{ এই সকল চিন্ত। ক্রমে অবসান হইতে হইতে ইন্দ্রনাথের অন্যরূপ BBBB BBBBB BBBS BB BBBBS BBBBBBS BBBB BBBBS বিভুষিত গঙ্গানদীর দিকে যতই দেখিতে লাগিলেন, ততই ইন্দ্রনাথের হৃদয়ে নব নব ভাবের তাবির্ভাব হতে লাগিল । শাস্ত্রে এই পাবনী নদীর মহিমা শুনিয়াছেন, কাব্যে গঙ্গার সৌন্দর্য্য-বিযয় পঠ বরিয়ছেন, পুরাণে পুরাবৃত্তে সহস্রবার এই কুখদায়িনী, কলুষধ্বংসকারিণী নদীর স্তুতি পাঠ করিয়াছেন, লোকমুখে ও জনশ্রুতিতে এই নদীর অসংখ্য গুণগান শুনিয়াছেন । যখন এই সমস্ত বিষয় ইন্দ্রনাথের হৃদয়ে জাগরিত হইতে লাগিল, যখন সেই অনন্ত বীচিমালার স্থ শ্রাব্য গম্ভীর স্বর তাহার কর্ণে প্রবেশ করিতে লাগিল, যখন সেই অগাধ, অসীম জলরাশির দিকে তাহার নয়ন আকৃষ্ট হইতে লাগিল, যখন নিশার আগমনে শশধর উদিত হইয়। সুন্দর উৰ্ম্মিশ্রেণীকে নবোঢ়া বধূর ন্তায় সস্নেহে চুম্বন করিয়া সুবর্ণবশি দ্বারা অলঙ্কৃত করিল, তখন ইন্দ্রনাথের হৃদয় এক অভিনব উল্লাসে স্ফীত হইতে লাগিল, অভিনব আনন্দে দ্রবীভূত হইতে লাগিল । হৃদয়ের সমুদয় নীচাশর, ক্ষুদ্র ভাব অস্তৰ্হিতু হইতে লাগিল ; মহদ্ভাব, মহানু আশয় জাগরিত হইতে লাগিল ; সেই সায়ংকালীন অগাধ জলরাশির মহত্ব ইন্দ্রনাথের হৃদয়ে অভিনব মহত্ত্বের ভাব উদ্রেক করিতে লাগিল। অনেকক্ষণ পর্য্যন্ত নিম্পন্দলোচনে প্রকৃতির শোভ অবলোকন করিতে লাগিলেন । - সহসা এক অপুৰ্ব্ব স্বৰ্গীয় সঙ্গীতে ইন্দ্রনাথের চিস্ত ভঙ্গ হইল,—চাহিয়৷ দেখিলেন, সেই বিস্তীর্ণ জলরাশির চন্দ্রালোকে স্মল বক্ষঃস্থলে একটা ক্ষুদ্র তরী ভাসমান রহিয়াছে –তাহার একমাত্র । রোহী সেই গান করিতেছে। গান বিশেষ মধুর কি না জানি না, কিন্তু ইন্দ্রনাথের কর্ণে স্বৰ্গীয় সঙ্গীতের ন্যায় বোধ হইল । তাহার হৃদয়-বস্ত্র সেই সময়ে প্রকৃতির অনন্ত সঙ্গীতে পরিপূর্ণ ছিল, সুতরাং অনুরূপ ভাবোন্তেজক সামান্য সঙ্গীতকেও তিনি স্বৰ্গীয় সঙ্গীত বলিয়া বোধ করিলেন । সেই নাবিককে ইঙ্গিত করাতে সে নৌকা তীরে আনিল ও ইন্দ্রনাথ তাহাতে আরোহণ করিয়া তাহাকে কিছুক্ষণ তরী সঞ্চালন করিতে বলিলেন, আর সেই গীত গাইতে অজ্ঞা করিলেন । - সেই গান একবার, দুইবার, তিনৰরি, গীত হইল । গঙ্গার অনস্ত গীতের সহিত মিলিত হইরা বায়ুপথে সঞ্চরণ করিতে লাগিল । অনেকক্ষণ পরে নাবিক জিজ্ঞাসা করিল-- 最 “মহাশয়! আপনাকে অগ্রে কখন এই নগরে দেখি নাই, আপনি কি সম্প্রতি আসিয়াছেন ?” - বা '