পাতা:বঙ্গবিজেতা.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ8 বঙ্গবিজেতা। অন্ধকারে বসিয়া সেই প্রেমের কল্পনা করিতাম ; চিত্তাবলে কতবার শুন্য হইতে অলৌকিক স্নেহসম্পন্ন প্রেমপ্রতিমাকে জাগরিত করিয়া কখন কথন প্রায় এক প্রহর পর্য্যস্ত র্তাহারই সহিত কালহরণ করিতাম, সে কাল্পনিক জগতে যে অনিৰ্ব্বচনীয় অপরিসীম সুখ, তাহ এ জগতে কোথায় পাইবেন ? সে সুখে সংজ্ঞাশ্বন্ত হইয়া আমি উন্মত্তপ্রায় হইতাম ; সহসা সে জগৎ সুন্দর জলবিন্ধের ন্যায় ভিন্ন হইয়া যাইত ; প্রেমপ্রতিমা পুনৰ্ব্বার শূন্তে লীন হইত ; কল্পনাশক্তি শ্রান্ত হইত ; আমার মস্তক ঘূর্ণায়মান হইয়া আমি & گر সহসী মুচ্ছিত হইয়া ভূমিতে পতিত হইতাম । “দিন দিন এইরূপ কল্পনা বৃদ্ধি পাইতে লাগিল । দিবামানে অৰ্দ্ধেক সময় আমি এ জগতে থাকিতাম না, কাল্পনিক জগতে বিচরণ করিতাম । সে জগতে উজ্জ্বল আকাশ, উজ্জ্বল ক্ষেত্রবৃক্ষ, উজ্জ্বল অট্টালিকা, উজ্জ্বল গৃহদ্রব্যাদি,-তন্মধ্যে সেই উজ্জল প্রেমপ্রতিমা আসীন যুহিয়াছেন। নিবিড় কৃষ্ণকেশে জ্যোতিৰ্ম্ময় সুবর্ণকান্তি মুখমণ্ডল বেষ্টন করিয়া রহিয়াছে, রক্তবর্ণ ক্ষুদ্র ওষ্ঠ দুটা অল্প প্রেমহাস্যে বিস্ফারিত, ভ্রমর-কৃষ্ণ চক্ষু দুট প্রেমাশ্রতে পরিপূর্ণ, সমস্ত মুখমণ্ডল প্রেমে ঢল ঢল করিতেছে। সহস৷ কল্পনাশক্তি ছিন্ন-তার বাণাসম নীরব হইত। আমিও মূচ্ছিত হইষ্ঠাম। “ সুরেন্দ্রনাথ ! কতরূপ যে কল্পনা করিতাম, তাহা বলিতে জীবন শেষ হইবে, আদ্য রাত্রির কথা কি ? বলিতে আমায় কষ্ট হইবে না, কেননা আমার কল্পনাই জীবন, কিন্তু আপনাকে কিজহু কষ্ট দিব ? একটমাত্র কথা বলি,—যত কল্পনা করিতাম, নানারূপ ভিন্ন জগতে, ভিন্ন স্থানে, ভিন্ন অবস্থায় সেই একই প্রেমপ্রতিমা বিরাজ করিত। ক্রমে আমি উন্মত্তপ্রায় হইলাম । “ একদিন নিশাবসানে ঐরুপ কল্পনা ছিন্ন হওয়াতে আমি মূচ্ছিত হইয়া এই গঙ্গাতীরে ঐ নিকুঞ্জবনে শুইয়। রহিয়াছি। কতক্ষণ মুচ্ছিত ছিলাম বলিতে পারি না,–বোধ হইল, মস্তকে ও মুখে কে জলসিঞ্চন ও ব্যজন করিতেছেন ; বোধ হইল, তুলারাশিতে আমার মন্তক স্থাপিত রহিয়াছে। ধীরে ধীরে চক্ষু উন্মীলন করিয়া দেখি,—আপনি বিশ্বাস করিবেন না,—সেই প্রেমপ্রতিমা ! যাহাকে সহস্রবার স্বপ্নে দেখিয়াছিলাম, তিনি আমায় মস্তক আপন ক্রোড়ে রাখিয়! আমাকে নিঃশব্দে ব্যজন করিতেছেন।” উভয়ই অনেকক্ষণ নিস্তব্ধ রহিল। স্বরেন্দ্রনাথ এইরূপ অসম্ভব কথা শুনিয়া বিস্মিত হইলেন। যদিও আপনি সরলার প্রেমপাশে বদ্ধ ছিলেন,