পাতা:বঙ্গবিজেতা.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t १७ J ত্রয়োদশ পরিচ্ছেদ । 豪


বঙ্গবিজেতা ।

  • ) A combination and a form indeed

Where every god did seem to set his seal To give the world assurance of a man. Shakespeare. মুঙ্গেরের প্রকাও দুর্গের মধ্যে একটা প্রশস্ত গৃহে এক বীরপুরুষ উপবেশন করিয়া রহিয়াছেন । ইনি ক্ষত্রিয়কুলচূড়ামণি রাজা টোডরমল্ল । তাহার নিকটে সে সময়ে অধিক লোক নাই, দুই ঢারি জন অতি বিশ্বাসী যোদ্ধা আসীন ছিলেন। অতি মৃদুস্বরে যুদ্ধের পরামর্শ হইতেছিল । এমন সময় একজন সৈনিক আলিয়৷ প্ৰণিপাত করিয়া বলিল— “ মহারাজ ! একজন অশ্বারোহী তাপনার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছুক, অনুমতির জন্য দ্বারে দণ্ডায়মান আছেন।” টেড ॥ " তাহার বক্তব্য কি জিজ্ঞাসা কর।” সৈন্য । “ জিজ্ঞাসা করিয়াছিলাম,—বলিলেন মহারাজের সহিত দর্শন ভিন্ন বলিতে পারি না, বিশেষ প্রয়োজন আছে ।” টোড। “ হিন্দু কি মুসলমান ?” সৈন্য। “ব্রাহ্মণতনয় ।” টোড় । “কোন দেশীয় ?” . . . সৈন্য । " জন্ম বঙ্গদেশে ” * * টোড। “ বঙ্গদেশীয় ব্রাহ্মণপুত্র,—অথচ অশ্বারোহী ! আসিতে দাও ।” সৈনিক পুরুষ অশ্বারোহীকে আনিতে যাইল । এই অবসরে আমরা পাঠক মহাশয়কে রাজা টোডরমল্লের কিঞ্চিৎ • পরিচয় দিব । ক্ষত্রিয়কুলাবতংস টোডরমল্লের মত সৰ্ব্বগুণবিভূষিত দ্বীরপুরুষ কখন ভারতবর্ষে জন্মগ্রহণ কয়িয়াছেন কি ন সন্দেহ । রত্ন প্ৰসবিনী ভারতভূমিতে অনেক পুণাত্মা ধৰ্ম্মপরায়ণ ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছেন। বীরপ্রস্থ ক্ষত্রিয়কুলে অনেক সময়ে অনেক বীরপুরুষ অবতীর্থ হইয়াছেম। প্রাচীন ভারতবর্ষে অনেক তীক্ষুবুদ্ধিসম্পন্ন রাজনীতিজ্ঞ জন্মগ্রহণ করিয়ছেক্স ; কিন্তু রাজা টোডরমল্ল এই ভিন গুণেই বিভূষিত ছিলেন ।