পাতা:বঙ্গবিজেতা.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

۹ نه ‘હ रुङ्गएिजउ'। তাহাতে র্তাহার স্বক্ষ বুদ্ধি ও রাজনীতি-জ্ঞানের পরিচয় প্রদান করি তেছে । এই অসাধারণ ধীশক্তিসম্পন্ন পুরুষ যে যে উপায়দ্বারা বঙ্গদেশের উন্নতিসাধন করিয়াছেন, তাহার মধ্যে হিন্দুদিগকে পারস্ত্যভাষা শিক্ষা দেওয়াই একটা প্রধান । শাসনকৰ্ত্তাদিগের ভাষা শিখিলে শাসিতদিগের অবশুই উন্নতি হইয়া থাকে ; এক্ষণে ইংরাজী শিখিয়া আমাদের যেরূপ উন্নতিসাধন হইতেছে, তৎকালে পারস্য শিখিয়া অনেকাংশে সেইরূপ ফল হইয়াছিল। রাজা টোডরমল্ল লাহোরে জন্মগ্রহণ করেন । অতি শৈশবাবস্থাতে তাহার পিতার মৃত্যু হয় । তাহার মাতা দারিদ্র্যজনিত বৎপরোনাস্তি কষ্টভোগ করিয়াও শিশুকে অতি যত্নে লালনপালন করেন। শিশুও অল্প বয়সেই তীক্ষ বুদ্ধি প্রকাশ করেন ও প্রথমে কেরাণীর পদে নিযুক্ত হয়েন । স্বীয় অসাধারণ বুদ্ধিবশতঃ এই নীচ কৰ্ম্ম হইতে তিনি রত্নপরিপূর্ণ আকবরসাহের সভার মধ্যে প্রধান রত্ব হইয়া উঠিয়াছিলেন । যাহারা তাহার সমগ্র জীবনচরিত জানিতে চাহেন, তাহারা ইতিহাস পাঠ করুন । র্তাহার বঙ্গদেশে প্রথম ও দ্বিতীয়বার আগমনের বৃত্তান্ত প্রথম ও তৃতীয় পরিচ্ছেদে বর্ণিত হইয়াছে। এক্ষণে র্তাহার তৃতীয়বার আগমনের কথা বিবৃত হইতেছে। যদিও টোডরমল্ল অনেকবার বিপদাকীর্ণ রণক্ষেত্রে জয়লাভ করিয়াছিলেন, তথাপি এরূপ বিপজ্জালে কথন বেষ্টিত হয়েন নাই। আরববাহাদুর, শরফুদ্দীনহোসেন, মাসুমী কাবুলী প্রভৃতি অনেক বিদ্রোহী ত্রিংশৎ সহস্ৰ অশ্বারোহী, পঞ্চশত হস্তী ও অনেক রণপোত ও কামান লইয়া মুঙ্গের বেষ্টন করিয়াছিল। টোডরমল্ল যুদ্ধে পারায়ুখ নহেন ; কিন্তু র্তাহার অধীনস্থ সেনাপতিদিগের মধ্যে অনেকেই বিদ্রোহীদিগের সহিত ষড়যন্ত্র করিতেছিল। টোডরমল্ল যুদ্ধক্ষেত্রে বহির্গত হইলেই তাহার সৈন্যের অধিকাংশই শত্রুর সহিত যোগ দিবেক, এরূপ আশঙ্কা করিবার বিশেষ কারণ ছিল। বিশেষ মাসুমী ফরমুদী নামক একজন সেনাপতি হযোগ পাইলেই বিদ্রোহীদিগের সহিত যোগ দিবে, রাজা টোডরমল্ল তাহ জানিতেন। এ অবস্থাতে তিনি অগত্যা দুর্গমধ্যে অবস্থিতি করিতেছিলেন ও অতিশয় যত্ন ও বুদ্ধিসহকারে দুর্গের আভ্যন্তরিক ও বাহিক শত্রুদিগের আচরণ লক্ষ্য করিতেছিলেন। দুর্গের ভিতর প্রচুর খাদ্যও ছিল না, সুতরাং মধ্যে মধ্যে যৎপরোনাস্তি অন্নকষ্ট হইয়াছিল । কিন্তু এই বিপদ রাশিতে বেষ্টিত হইয়াও রাজা টোডরমল্লের অপূৰ্ব্ব সাহস ও অসাধারণ