পাতা:বঙ্গবিজেতা.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दङ्गाँदtअ७ ॥ ማ> বুদ্ধি এক মুহূর্তের জন্যও হীনজ্যোতিঃ হয় নাই, বরং অধিকতর উজ্জল হইয়। প্রকাশ পাইয়াছিল । তিনি দিন দিন দুর্গের প্রাচীর দৃঢ়ীভূত করিতে লাগিলেন ; দিন দিন সৈনিকদিগকে সাহস দিতে লাগিলেন ; দিন দিন আপন নৈসর্গিক বীরত্ব প্রকাশ করিতে লাগিলেন। দৈনিক পুরুষ সেই অপরিচিত ব্রাহ্মণপুত্রকে রাজার সম্মুখে আনয়ন করিল । তিনি পাঠকের অপরিচিত নহেন। টোডরমল্ল জিজ্ঞাসা করিলেন, “যুবক ! তোমার নাম কি ?” যুবক উত্তর করিলেন, “ইন্দ্রনাথ শৰ্ম্ম ।” টোড় । “নিবাস কোথায় ?” ইন্দ্র। “ নদীয়া জেলার অন্তঃপাতি ইচ্ছাপুর গ্রামে।” টেড। “ তোমার প্রয়োজন কি ?” ইন্দ্র। “ অধুনা আপনার অধীনে সৈনিকের কৰ্ম্ম কর।” রাজা টোডরমল্প কিঞ্চিৎ বিস্মিত হইয়া ক্ষণেক নিস্তব্ধভাবে যুবকের প্রতি তীব্রভৃষ্টি করিতে লাগিলেন। যুবকের অাঁকারে উদারভাব ভিন্ন কিছুমাত্র লক্ষিত হইল না । ক্ষণেক পর রাজ পুনরায় জিজ্ঞাসা করিলেন— “ তুমি ইহার অগ্ৰে কোথায় কতদিন কৰ্ম্ম করিয়াছিলে ?” ইন্দ্র । “ অদ্যই প্রথম আসি হস্তে করিলাম,* বলিয়া কোষ হইতে একবার অসি বহির করিয়া পুনরায় কোষে রাখিলেন । সাদীক খ নামক সেনাপতি বলিলেন, “যুবক ! তুমি যেরূপ অসি ধারণ করিলে, আমার স্থির বিশ্বাস, যুদ্ধে তোমার হস্তে অসির অপমান হইবে না।” তারসন খা নামক অপর একজন সেনাপতি মৃদুস্বরে রাজাকে বলিলেন, “ যুবক যে অদ্য প্রথমে আসি ধারণ করিয়াছে, আমার কখনই বিশ্বাস হইতেছে না। মহারাজ ! এ শত্রুদিগের গুপ্ত চর,—ইহাকে জল্লাদ-হস্তে অপণ করুন ।” রাজা টোডরমল্ল কাহারও কথায় উত্তর না দিয়া বার বার যুবকের উপর তীব্রভৃষ্টি করিতে লাগিলেন। র্তাহার আকৃতি বা মুখভঙ্গীতে কোন পরপ বৈলক্ষণ্য দেখিতে পাইলেন না। বিশেয পরীক্ষার জন্য পুনরায় বলিতে . লাগিলেন— “তুমি কখনও সৈনিকের কার্য্য কর নাই, তুমি ব্রাহ্মণতনয়, তবে এ কৰ্ম্ম প্রার্থনা করিতেছ কি জন্য ?” ইন্দ্র। “আমার একটা তিক্ষা আছে, আপনাকে প্রভূভক্তি প্রদর্শনে সন্তুষ্ট করিতে পারি, তবে সে ভিক্ষা করিব, এক্ষণে সে তিক্ষ করা বৃথা হইবে t” * &