পাতা:বঙ্গবিজেতা.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাৰতে। కరీ সেই হাসির শব্দ লক্ষ্য করিয়া ਬਿ লাগিলেন। হঠাৎ তাহার শরীরের উপর যেন কে হস্ত স্থাপন করিল। ইন্দ্রনাথ চাহিয়া দেখিলেন, প্রেত নহে, তাহারা দুই জন ছদ্মবেশী মনুষ্য । তাহারা ইঙ্গিত করিয়া ইন্দ্রনাথকে সঙ্গে সঙ্গে আসিতে বলিল । ইন্দ্রনাথ তাহাদিগের সঙ্গে সঙ্গে চলিলেন । সেই দুই জন মনুষ্যের সহিত অনেকক্ষণ নীরবে যাইতে লাগিলেন । চতুঃপার্শ্বে নিবিড় অঙ্গল ও নিবিড় অন্ধকার ; নিঃশব্দে তিন জনে সেই অন্ধকারমর জঙ্গলের ভিতর দিয়া যাইতে লাগিলেন । অবশেষে গঙ্গাতীরে এক নিভৃত স্থানে উপবেশন করিলেন । তখন সেই অপরিচিত ব্যক্তিদ্বয় মুখমণ্ডল হইতে আবরণ তুলিয়া লইল, সেই সময়ে বিদ্যুৎ দেখা দিল । বিদ্যুৎ-আলোকে ইন্দ্রনাথ তাহাদিগকে চিনিতে পরিলেন । হুমায়ুন ও তর্থান নামক রাজা টোডরমল্লের অধীনস্থ দুই জন সেনাপতি । ইন্দ্রনাথ বিস্মিত হইয়। বলিলেন,—“ এত রাত্রিতে এই ভয়ঙ্করবেশে এস্থানে আপনার কি করিতেছেন ?” হুমায়ুন কিঞ্চিৎ হাস্ত করিয়া বলিলেন, “ সেনানী ইন্দ্রনাথের সাহস পরীক্ষা করিতেছিলাম।” ইন্দ্রনাখ ঈষৎ রুষ্ট হইয়া উত্তর দিলেন, “ আমি আপনাদিগের নিকট পরীক্ষা দিতে বদি অসম্মত হই ।” হুমায়ূন সেইরূপ হাস্ত করিয়া উত্তর করিলেন, “ তাহ হইলে ধ করিব, আমরা যে অসমসাহসিক কার্য্যে নিযুক্ত হইয়াছি, সেনানী ইদ্রনাথ তাহ৷ সমাধা করিতে অক্ষম ।’’ ইন্দ্রনাথ সগৰ্ব্বে উত্তর করিলেন, " কাৰ্য্যকালে ইন্দ্রনাথ অক্ষম কি সক্ষম, তাহ অন্য লোক বিবেচনা করিবেন । ভাল, শ্মশানভূমিতে পিশাচের সহিত যুদ্ধ করিলে কি সাহসের পরিচয় পাওয়া যায় ? আপনারা পিশাচের রূপধারণ করিয়া আমাকে ভয় প্রদর্শন করিবার চেষ্টা পাইতেছিলেন ক্লিজন ?" : ག། ༤ས་ ་ হুমায়ুন আবার সেইরূপ হাস্ত করিয়া উত্তর করিলেন, “ সেনানী ইশ্রনাথের যে অসাধারণ সাহস আছে, তাহা আমাদের শিবিরে অবিদিত নাই । তাহার পৈশাচিক সাহস আছে কি না, তাহারই পরীক্ষণ করিতেছিলাম । পৈশাচিক কাৰ্য্যে নিযুক্ত হইলে পৈশাচিক সাহস আবশ্যক হয় ।” . ইন্দ্রনাথ অতিশয় বিস্ময়াপন্ন হইয়। জিজ্ঞাসা করিলেন, “কি পৈশাচিক কাৰ্য্যে নিযুক্ত হইয়াছি ?” *