fतटझऊ ॥ bునె করিলেন, ভাবিলেন হঠাৎ .V. যাইলে তাহার দুইজন শত্রু পরস্পরের উপক্ষ যাইয়া পড়িবে। তখন তিনি গঙ্গার তীরে দণ্ডায়মান ছিলেন, লম্ফ দিয়া যেই পশ্চাতে যাইবেন, অমনি গঙ্গাসলিলে নিপতিত হইলেন । “ মাত পৃথিবি ! এই বিপত্তিকালে তুমিও স্থান দিলে না।” এইরূপ মনে ভাবিতে ভাবিতে গঙ্গাসলিলে মগ্ন হইলেন। তখান ও হুমায়ুন ইন্দ্রনাথের মৃত্যু স্থির করিয়া আপন কাৰ্য্যে প্রস্থান করিলেন । - পঞ্চদশ পরিচ্ছেদ । - تسبیحجه چصاس অদৃষ্টপূৰ্ব্ব উদ্ধার। Prisoner pardon youthful sancies ; Wedded ? If you can, say no Plessed is and be your consort : Hopes I cherished let them go }/'ordsworth. হুমায়ুন ও তর্থান ঘাহা ভাবিয়ছিলেন, তাহা বড় মিথ্যা নহে ; ইন্দ্রনাথ যেরূপ আহত হইয়াছিলেন, তাহাতে উথানশক্তি ছিল না। সন্তরণ করা দূরে থাক, উচ্চ পাড় হইতে পড়িয়; একেবারে অচেতন হইলেন। ভাগ্যক্রমে নিকটবৰ্ত্তী একথানি নৌকায় একটা যুবক জাগরিত ছিলেন। মনুষ্যকে জলে পড়িতে দেখিয়া তিনিও জলে ঝাপ দিয়া কথঞ্চিৎ মৃতপ্রায় ইন্দ্রনাথের প্রাণ বঁাচাইলেন । সেই নৌকার মাঝি মাল্লা সকলেই চুপ্ত ছিল । সেই যুবক একাকী বাহিরে বসিয়া মেঘের ভরাবহ সৌন্দর্য্য অবলোকন করিতেছিলেন । বিদ্যুৎ ও বাত্যায় তাহার হৃদয়ে যেন আনন্দ উদ্রেক করিতেছিল ; তাহার অন্তয়ের বিদ্যুৎ ও বাত্য এই প্রকৃতির গর্জন শুনিয়া যেন কিঞ্চিৎ পরিমাণে শান্ত হইতেছিল। - অচেতন ভাসমান শরীরকে জলের উপর টানিয়া লইয়া যাওয়া বড় কঠিন নহে,—যুবক ধীরে ধীরে ইন্দ্রনাথকে নৌকার দিকে লইয়া চলিলেন । শেষে আপনি নৌকায় উঠিয়া ইন্দ্রনাথকে তুলিলেন । ইন্দ্রনাথের শরীরে রক্ত দেখিয়া চমৎকৃত হইলেন। অতিশয় যত্নসহকারে তাহার শরীর ধৌত করিয়া শুষ্ক বস্ত্র পরিধান করাইলেন । তাহার পর সেই অস্ত্রাঘাতগুলি একে একে পরীক্ষা করিয়া ঔষধি দিতে লাগিলেন; سی
পাতা:বঙ্গবিজেতা.djvu/৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।