পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । A চ্চার্য,সংস্কৃত ভাষা-বিশারদ পণ্ডিত মহাশয়েরাও সময়ে সময়ে উক্ত গ্রন্থরচিত শব্দাবলী উচ্চারণ করিতে সঙ্কচিত হন। বোধ হয়, তজ্জন্যই মনুসংহিতা, রামায়ণ, মহাভারত ও কালিদাসের ংস্কৃত অপেক্ষাকৃত সরল ও ঐ সকল রচনায় অধিক বিকর্ষণ কাৰ্য ব্যবহৃত হইয়াছে। (খৃষ্টীয় শতাব্দীর ৫ শত বৎসর পূর্বে বুদ্ধদেবের সমকালে সংস্কৃত ভাবার অপভ্রংশে 6%গাথ* নামী একটা পৃথক ভাষা সমুৎপন্ন হইয়াছিল। ংস্ক তজ্ঞ মহোদয়গণ বলেন যে, গাথ প্রাচীন সংস্কৃতের সহিত প্রায় সৰ্ব্বাংশেই সমান,কেবল বিকর্ষণ কার্যের নিমিত্ত বিভক্ত্যাদির কিছু বৈলক্ষণ্য দৃষ্ট হয়। এই অপভ্রংশিত ভাষা ংপন্নের প্রায় ২৫০ বৎসর পরে অশোক রাজার আধিপত্য সময়ে উহাই পরিবর্তিত হইয়। ...পালী” আখ্যায়িক ধারণ করে । এই ভtয এ পর্যন্ত সিংহল দ্বীপে প্রচলিত অাছে ) अশোক রাজার প্রায় এক শত বৎসর পরে প্রাকৃত ভাষা সমুৎপন্ন হইয়াছে। তৎপূর্বে যে প্রাকৃত