পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । ›ጫ সাধারণের দর্শনার্থ এ স্থলে সেই পুস্তকের কয়েক পংক্তি উদ্ধত হইল ঃ– “ অতএব অদ্বৈত বৈষ্ণব তা গ্রগণা । নিবিল ব্রহ্মাণ্ডে যার ভক্তিযোগ ধৰ্ম্ম ॥ এইমত অদ্বৈত বৈসেন নদিয়tয় । ভক্তি যোগশূন্য লোক দেখি দুঃখ পায়। সকল সংসার মত্ত বাল হ র বশে । কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাই লাসে । বা শুলি পূঞ্জয়ে কেহ নানা উপহারে । মদ্য মাংস দিঞা কেহ যক্ষ পূজা করে । পুনরপি নৃত্য গীত বাদ্য কেলাঃ ল। ন। শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল । কৃষ্ণ শূন্য মঙ্গলে নাহি আর সুখ । বিশেষ অদ্বৈত বড় পান মহা দুখ ॥ স্বভাবে অদ্বৈত বড় সারল্য হৃদয় । জীবের উদ্ধার চিন্তেন হইয়। সদয় ।” এ স্থলে একটা কথা নিতান্ত অপ্রামাণিক নহে যে , চৈতন্যাব তারের অবতরণের পরেই, চৈতন্য ধৰ্ম্মাবলম্বী ব্যক্তিগণ দ্বারা বঙ্গ ভাষার বিশেষ উন্নতি হইয়াছে। কারণ চৈতন্যপদ, চৈতন্যভাগবত, চৈতন্যমঙ্গল, ভক্তমাল, চৈতন্য