পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दत्र डांबांझ हेडिहांज । 2 S চরিতাম্বতের পরবর্তী লোক ছিলেন, তাহার অনেক প্রমাণ পাওয়া যায়। অনেকে অনুমান করেন, প্রায় ৩০০ শত বৎসর হইল, তিনি এ দেশে বিদ্যমান ছিলেন । এটী সত্য হইলে অনায়াসেই বলা যাইতে পারে যে কৃত্তিবাস, সমাট আকবরের সময়ে বৰ্ত্তমান ছিলেন। কৃত্তিবাসের রামায়ণ এক্ষণে অত্যন্ত দুষ্পাপ্য হইয়াছে। উহা ১৮০২ খৃঃ অব্দে মিশনরিদিগের দ্বারা স্ত্রীরামপুরে প্রথম মুদ্রিত হইয়াছিল। বর্তমান সময়ে কলিকাতা বটতলায় যঞ্জিত যে রামায়ণ কৃত্তিবাসের বলিয়। বিক্রীত হয়, উহা ৮ জয়গোপাল তর্কালঙ্কার মহাশয় দ্বারা সংশোধিত ও পরিবৰ্ত্তিত হইয়াছে। কৃত্তিবাসের অব্যবহিত পরে বা তং সমকালেই কবিকঙ্কণ মুকুন্দরাম চক্ৰবৰ্ত্তীর কবিত্ব যশোপ্রভা প্রকাশিত হয়। তিনি বাদশাহ জাহাগীরের সময়ে বর্তমান ছিলেন । दर्कमानत्व अय्लंडो’ नाशूना-८८म उँीशज्ञ

  • অ স্বমানিক ১১ ৬৯ খ. অব্দে কৃত্তিবাস জৰিত ছিলেন ।
  • - *- - টঙ্গীতে বোধ হইতেছে, তিনি কৃষ্ণদাস কবিরাজের সমকালবৰ্ত্তী লোক ।