পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2২ বঙ্গ ভাষার ইতিহাস । উৰ্দ্ধতন সপ্ত পুরুষের বাসস্থান ছিল। মুকুন্দরামের পিতার নাম হৃদয়মিশ্র, ও পিতামহের নাম জগন্নাথ মিশ্র। এ স্থলে অনেকে জিজ্ঞাসা করিতে পারেন যে, চক্রবর্তী কবির পিতৃপিতামহাদির মিশ্র উপাধি হইবার কারণ কি ? কিন্তু চিন্তা করিয়া দেখিলে জানিতে পারিবেন যে, কবিবরের মিশ্রই প্রকৃত উপাধি ও চক্রবত্তীর্ণ ডাক উপাধি মাত্র। র্তাহার গ্রন্থোৎপত্তি বিবরণ পাঠে অবগতি হয় যে, কবিবর জীবদ্দশায় অনেক কষ্ট সহ্য করিয়াছিলেন । কথিত আছে, শঙ্করমোচিনী চণ্ডী স্বপ্নযোগে র্তাহীকে পদ্য রচনার্থ আদেশ করেন, কিন্তু সে বিষয় কত দূর সত্য, তাহা আমরা অবগত নহি । যাহা হউক,তিনি নানা স্থান পৰ্যটন ও দুঃখ-বাতা। সহ্য করত পরিশেষে বাঁকুড়ার পূর্বাধিকারী আড়র নামক স্থানের রাজা রঘুনাথ রায়ের নিকট -o

  • "সহ র শিfলমাৰাড, তাহাতে তু জন রাক্ত,

নিব সে নিয়োগী গোপীনাথ । ত:হীর তালুকে বসি, দামুনায় করি কৰি, নিবাস পুরুষ ছয় সাত ॥”