পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস। ২৩ আপনার দুঃখ ও স্বপূৰ্বত্তান্ত বর্ণনানন্তর নিজ রচিত কবিতা পাঠ করেন । রাজা রচনা শ্রবণে পরিতুষ্ট হইয়া রচয়িতার ভরণপোষণ জন্য দশ অাড়া ধান্য প্রদান করিয়াছিলেন। এবং নিজ পুত্রের শিক্ষাগুরু-পদে অভিষিক্ত করেন । এইরূপে কবিবর দুরবস্থা হইতে নিকৃতি লাভ কfরয় সুখে কালাতিপাত করিতে লাগিলেন । তৎপরে তিনি রাজার আজ্ঞায় উৎসাহিত হইয়া “ চণ্ডী • কাব্য রচনায় প্রবৃত্ত হন । এই গ্রন্থ প্রায় ২৬০ বা ২৭০ ংসর হইল রচি ত হইয়াছে। ইহাতে রামায়ণ অপেক্ষ অধিক কবিত্ব শক্তি দৃষ্ট হয়। মুকুন্দরাম নিজে দরিদ্র ছিলেন, সুতরাং ভঁাহার রচনা মধ্যে দুঃখীগণের ক্লেশ বর্ণনায় অধিক ক্ষমতা প্রকাশ পাইয়ছে । স্বভাব বর্ণনায়ও তিনি কৃত্তিবাস অপেক্ষা নিকৃষ্ট ছিলেন না । বঙ্গীয় কবিগণের জীবনী লেখক মহোদয়গণ ইহাকে প্রথম প্রহেলিকা রচয়িত বলিয়| নির্দেশ করিয়.ছেন । কিন্তু আদি কবি বিদ্যাপতির