পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&b* বঙ্গ ভাষার ইতিহাস । তাহার পর কবিরঞ্জন রামপ্রসাদ সেনের প্রাদুর্ভাব হয়। রামপ্রসাদ সেন কবিরঞ্জন বিদ্যাসুন্দর ও কালীসংকীৰ্ত্তনের নিমিত্ত বঙ্গভূমে অক্ষয় কীৰ্ত্তি লাভ করিয়া যান। তিনি আনুমানিক ১৬৪৪ বা ১৬৪৫ শকে (১৭২২ বা ১৭২৩ খৃঃঅঃ)রামরাম সেনের ঔরসে জন্ম গ্রহণ করেন । তাহার নিজের বর্ণনায় অবগতি হয় যে, তিনি একজন অতি সন্ত্রান্ত প্রাচীন বংশজাত। কালক্রমে ঐ বংশের ঐশ্বর্য বিলুপ্ত হইয়া যায়, তথাপি রামপ্রসাদের পিতা নিতান্ত নিঃস্ব ছিলেন না । তিনি র্তাহার সন্তানদিগকে বিদ্যালোকে আলোকিত করিতে অকাতরে অর্থ ব্যয় করিয়াছিলেন, কারণ অনুমিত হইয়াছে, রামপ্রসাদ সেন সংস্কৃত, বাঙ্গাল, ও হিন্দী অতি উত্তমরূপ জানিতেন, এবং তদীয় ভ্রাতৃবগও নিতান্ত অজ্ঞ ছিলেন না। যাহা হউক,রামপ্রসাদের প্রথমাবস্থা অত্যন্ত হীন ছিল । তিনি নিজ মাতৃভূমি হালিসহরের অন্তবর্তী কুমারহট্ট গ্রাম পরিত্যাগ করিয়া কলিকাতার কোন