পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । \סס এই সকল রচনা পাঠে অবগতি হয় যে, আজু গোসাঞী একজন অতি উপযুক্ত ও প্রকৃত उाजूक श्लिम । बन्नडूभिज़ कि इज़मूछे ! याহার স্বদেশের উন্নতির নিমিত্ত কত শত দিন নিরাহীরে, কত শত যামিনী অনিদ্রায় যাপন করিয়া অনেকানেক সুদীর্ঘ গ্রন্থ সকল রচনা করত বঙ্গসাহিত্যসমাজকে পুষ্টঙ্গ করিয়াfছলেন, বাহার। বঙ্গসমাজের অগ্রগণ্য ব্যক্তি, দুঃখের বিষয়, সেই সকল মহাত্মাদিগের জীবনবৃত্তান্ত অতিশয় অপরিজ্ঞেয় । অস্মদেশে, অন্যান্য সভ্যজাতির ন্যায় নিজ নিজ জীবনবৃত্তান্ত রাখিবার রীতি না থাকাতেই কেবল এইরূপ ঘটিয়াছে। কবিরঞ্জন ও আজু গোসাঞীয়ের পর কত শত মাহাত্মা আবিভূতি হইয়া নিজ নিজ রচনাকুসুম বিকাসিত করিবার প্রয়াস পাইয়াছিলেন, অনেকে সফলপ্রযত্ব হইয়াও নিবিড়ারণ্য শোভা - কর প্রসু নির ন্যায় সাধারণের অজ্ঞতাবস্থাতেই অথবা কতকগুলি কাব্য-কানন-বাসি ঋষির