পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ ৰঙ্গ ভাষার ইতিহাস । ৩৫ নাম নরেন্দ্র নারায়ণ রায় । তিনি বৰ্দ্ধমান প্রদেশের অন্তর্বর্তী ভুরসুট পরগণ স্থিত পাগুয়া গ্রামে অবস্থিতি করিতেন । জাত্যংশে অতি উৎকৃষ্ট ছিলেন,একে ব্রাহ্মণ,তাহাতে আবার ফুলের মুখুটি। অর্থাংশেও বড় নুন ছিলেন না। কারণ যে স্থলে তাহার বাসস্থান ছিল, অদাপিও সেই ভূমিখও "পেঁড়োর গড়’ নামে বিখ্যাত ; এবং সেই স্থানের ভগ্নাংশ সকল দর্শন করিয়া অনুমান হয়, কোন সম্পত্তিশালী ব্যক্তি তাহার অধিকারী ছিলেন। যাহা হউক, তিনি যে, সে সময়ের একজন বিখ্যাত ধনাঢ্য ছিলেন, তাহার সন্দেহ নাই। কিন্তু দুৰ্ভাগ্য বশতঃ কিছুকাল পরে বর্দ্ধমানাধিপের & কোপা নলে পতিত হইয়া, সমুদয় ঐশ্বৰ্য নষ্ট করত অতি ক্লেশে সংসার যাত্রা নিৰ্বাহ করিতেন । র্তাহার চারি পুত্র ছিল ; চতুভূজ, অর্জুন, দয়ারাম, এবখ ভারতচন্দ্র ক্রমান্বয়ে জন্ম পরিগ্রহ করেন। যদিও ভারতচন্দ্রকে ਿ-ੋਜਿਲੇ বলিয়া

  • কীৰ্তিচন্দ্র রায় এই সময়ে বৰ্দ্ধমানের রাজা ছিলেন।