পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o 9 বঙ্গ ভাষার ইতিহাস । বর্ণিত হইল যথার্থ, কিন্তু তিনি কি মহীয়সী শক্তি লইয়াই জন্ম পরিগ্রহ করিয়াছিলেন যে, তাহারই প্রভাবে, মহাজন-গণনীয়া তালিকা মধ্যে র্তাহারই নাম তদীয় ভ্রাতৃবর্গ ও পিত অপেক্ষা অনেক উচ্চতর স্থানে নিবেশিত হইয়াছে। এই মহাত্মা ১৬৩৪ শকে জন্মগ্রহণ করেন। যখন ইহার পিতা অসহনীয় দুরবস্থারূপ কারাগারে নিক্ষিপ্ত হয়েন, ভারতচন্দ্র সেই সময়ে পিতৃগৃহ হইতে পলায়ন করত মওলঘাট পরগণার মধ্যবর্তী নওয়াপাড়া গ্র মে (মাতুল ভবনে ) বাস করিয়াছিলেন। উক্ত গ্রামের নিকটবর্তী তাজপুর নামক স্থানই তাহার বিদ্যাশিক্ষার প্রথম স্থান। এই গ্রামে তিনি চতুর্দশ বৎসর বয়স পর্য্যন্ত গুরুতর পরিশ্রম ও যত্ব সহকারে সংক্ষিপ্তসার ব্যাকরণ ও অভিধান সমাপন পূর্বক গৃহে প্রত্যাগত হন । এই সময়ে তাজপুরের নিকটবৰ্ত্তীর্ণ শারদ। গ্রামে র্তাহার বিৰtহ हैज़ । এই বিবাহে কবিदुल्लङ्ग जोङ्श१ गखुझे म श्ड्रेश बल्ल९ उँइएक