পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস (বঙ্গ ভাষার উৎপত্তি ।) পার্থিব সকল পদার্থই পরিবর্তনশীল । আমরা যে দিকে জ্ঞাননেত্ৰোন্মীলন করিয়া দেখি, সেই দিকেই দেখিতে পাই যে, কোন বস্তু নূতন উৎপন্ন হইতেছে, কোন বস্তু বা ধংস হইয়া ভিন্ন ভিন্ন পরমাণুতে লীন হইতেছে। আদ্য যে বস্তু একরূপ দেখা যায়, কল্য তাহার ভিন্ন ভাব দৃষ্ট হয় ; বর্তমান নিমেষ মধ্যে আমরা যাহা দেখি; আবার তৎপরক্ষণেই তাহার আর একটা ভিন্ন ভাব লক্ষিত হয় ; আদ্য ঘোর ঘনাৰ্বত হইয়া গগনমণ্ডল হইতে অনবরত বারিধারা বর্ষিত হইতেছে, কল্য ঠিক বিপরীত ভাব ; অদ্য খগুপ্রলয়ের উৎপাতে অধিষ্ঠানভূত ধরণীমণ্ডল কম্পমান হইতেছে, জীবগণ ওষ্ঠাগত