পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दत्र खांशांज़ हेंडिशॉन । 8? রচনা করেন। ইহাতে আদিরস বর্ণিত হইয়াছে। ভারতচন্দ্র এই রচনায় বিশেষ ক্ষমতা প্রকাশ করিয়াছেন। অনেকের এইরূপ মন্তব্য যে, লেখকের রচনা দেখিয়া তাহার আন্তরিক ভাব জ্ঞাত্ত হওয়া যায় অর্থাৎ যাহার যে ৰিষয়ে অধিক আসক্তি তিনি স্বকীয় রচনা মধ্যে তাহা প্রায়ই ব্যক্ত করিয়া ফেলেন। একথা সত্য ; কিন্তু ভারতচন্দ্র সে প্রকৃতির লোক ছিলেন না। তিনি যেমন সুরসিক ছিলেন, তেমনি তাহার চরিত্র কলঙ্ক বিবর্জিত ছিল। কবিরঞ্জন রামপ্রসাদ সেন সুরা শক্ত ছিলেন, কিন্তু গুণাকর নিজ চরিত্রকে সে দোষে কলঙ্কিত করেন নাই । তিনি জীবনের শেষাংশ মুলাযোড় গ্রামে অতিবাহিত করেন। অন্নদামঙ্গল,রাসমঞ্জরী ও বিদ্যtসুন্দর ব্যতীত তৎ কর্তৃক সংস্কৃত ও বঙ্গভাষায় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রবন্ধ রচিত হইয়াছিল। ভারতচন্দ্র রায় ইহলোক পরিত্যাগ করিবার কিছু পূৰ্ব্বে চওঁীনাটক রচনায় প্রবৃত্ত হইয়াছিলেন । তাহা সংস্কৃত, বাঙ্গাল ও হিন্দী ভাষায় নানা