পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8S বঙ্গ ভাষার ইতিহাস । নাই। সংস্কৃত কলেজে কিছুকাল অধ্যাপকত করিয়া ১২৫৬ সালে মাসিক ১৫০ টাকা বেতনে বহরমপুরের জজ পণ্ডিতের পদে নিযুক্ত হন। সর্বশেষে কান্দী মহকুমার ডিপুটি মাজিষ্ট্রেটের পদে অভিষিক্ত হইয়াছিলেন। জীবনের অবশিষ্টাংশ ঐ স্থানে সুখে অতিবাহিত করিয়া ১২৬৪ সালে প্রাণ ত্যাগ করেন } তকর্ণলঙ্কার মহাশয়ের সমকালে অথবা অব্যবহিত পরেই রামবসু, হরুঠাকুর, বাসুসিংহ, নিত্যানন্দ বৈরাগী প্রভৃতি কয়েক জন কবিওয়াল প্রাচুভূতি হন। ই হাদিগের মধ্যে কেহই উপযুক্তরূপ বিদ্যালোকসম্পন্ন ছিলেন না । কিন্তু র্তাহাদিগের রচিত সঙ্গীতমালায় বিশেষ কবিত্ব-জ্যোতি লক্ষিত হয় । তাহাদিগের মধ্যে রামবসু সাধারণের নিকট অধিক পরিচিত, সুতরাং তাহার বিবরণ এস্থলে কিঞ্চিৎ প্রকটিত হইল ঃ—তিনি ১১৯৪ বঙ্গাব্দে কলিকাতার অপরপারস্থ সালিখা নামী গ্রামে