পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গ ভাষার ইতিহাস । (( \:) করেন। কবিবর ঈশ্বর গুপ্তের সমকালেই এতদেশীয় গায়কসম্প্রদায়ের প্রাদুর্ভাব হয়। তাহাদিগের মধ্যে দাশরর্থী রায় বিশেষ খ্যাতিলাভ করেন । অথচ তিনি ভালরূপ লেখা পড়া জানিতেন না। সঙ্গীত রচনাই তাহার প্রধান উপজীবিকা ছিল। দাশরর্থী প্রণীত পাচখণ্ড পাচলি এখন বহুল পরিমাণে প্রচারিত হইয়। বিক্রীত হইতেছে। ১৭৪৯ শকে (১৮২৭ খৃঃ অব্দে) মুলাষোড় নিবাসী বঙ্গচন্দ্র বন্দ্যোপাধ্যায় অন্নদামঙ্গলের বিষয় লইয়া দুর্গামঙ্গল রচনা করেন । কথিত আছে, কলিকাতা নিবাসী সুবিখ্যাত স্থত বাবু আশুতোষ দেবের উৎসাহে উক্ত কাব্যখানি রচিত হইয়াছে। তাহাতে প্রশংসনীয় ভাগ অতি অলপ । প্রায় ২০ বৎসর অতীত হইল, রঘুনন্দন গোস্বামী নামক জনৈক ব্যক্তি রামায়ণের সপ্ত কাও অবলম্বন পূর্বক “রামরসায়ন” নামক কাব্য রচনা করেন। সেই গ্রন্থের রচনাপ্রণালী