পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

创8 বঙ্গ ভাষীর ইতিহাস । বড় উৎকৃষ্ট নহে, কিন্তু তাহাতে রচয়িতার কবিত্বশক্তি পরিচায়ক অনেক স্থল দৃষ্ট হয়। গ্রন্থকর্তা অতি উত্তমরূপ সংস্কৃত জানিতেন । এইরূপ কত শত মহাত্মা জন্ম গ্রহণ করিয়া বঙ্গ-সাহিত্যের অঙ্গপুষ্টি সাধন করিয়া গিয়া- ৷ ছেন ; কত শত মহোদয়ের মনোদ্যানোৎপন্ন । পুষ্পসমূহ বিক্রয় করিয়া কত শত লোক জীবন ধারণ করিতেছে ; কত শত ব্যক্তি উtহাদিগের রচনাবলী পাঠ করিয়া বঙ্গভাষায় ব্যুৎপত্তি লাভ করিয়াছেন ; কত শত মহোদয় র্তাহাদিগের রচনাপ্রণালী অবলম্বন, কেহ বা আদর্শরূপে গ্রহণ করির উৎসাহিত মনে । উৎকৃষ্ট উৎকৃষ্ট কাব্য সকল রচনা করিতেছেন, । তাঙ্গর ইয়ত্ত করা যায় না। যে মহোদয়দিগের ; লেখনীবলে, এতদূর উপকার সাধিত হইয়াছে । ও হইতেছে, উাহীরাই ধন্য। তাহাদিগের ; बश्वशे अङ्कज्र ७ झिझाौं। यड निम बन्नज्राशा জগন্মগুলে বর্তমান থাকিবে, যতদিন একজনও । স্বদেশপ্রিয় ব্যক্তি জীবিত থাকিবেন, ততদিন ।