পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बन्न उांशांग्ल हेडिटांग । । & P কত শত মহোদয় কত শত গ্রন্থ প্রণয়ন করিতেছেন, তাহার সংখ্যা করা যায় না । উক্ত সভ দ্বারা প্রকাশিত ৪৪ বিবিধার্থ সংগ্রহ* ও ‘’ রহস্য-সন্দর্ভ’। পত্রদ্বয় অতীব প্ৰসংশনীয় । ইহা হইতে বঙ্গদেশের বিস্তর উন্নতি হইয়াছে । ১৭৬১ শকের (১৮৪০ খৃঃ অব্দ) ২১এ আশ্বিন অশেষ গুণালঙ্ক ত পণ্ডিত রামচন্দ্ৰ শৰ্ম্ম ও তাহার বন্ধুবৰ্গ একত্রিত হইয়া বাবু দ্বারকানাথ ঠাকুর মহোদয়ের ভবনে তত্ত্ববোধিনী সভা স্থাপিত করেন । বঙ্গসাহিত্যের গদ্য রচনার উন্নতি এই সভা হইতেই সাধিত হইয়াছে। তত্ত্ববোধিনী সভার পত্রিকাখানি বঙ্গ সাহিত্যের কোষ স্বরূপ বলিলেও বলা যায়। ইহাতে যত উৎকৃষ্ট উৎকৃষ্ট বিষয় সন্নিবেশিত হইয়াছে, বোধ হয়, বঙ্গীয় সমাজের প্রচলিত কোন পত্রিকায় সেরূপ উন্নতি সাধক বিষয় প্রকাশিত হয় নাই। ১৮৪ খৃঃ অব্দে কঠোপনিষদ নামক গ্রন্থ প্রথম তত্ত্ববোধিনী সভা কর্তৃক প্রচারিত,