পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । S\o শত ধন্যবাদের পাত্র। অজ্ঞানান্ধকারাবৃত কোন বিদেশে যাইয়৷ তদেশের ভাষা শিক্ষা, সেই সকল ভাষায় গ্রন্থ রচনা করা, ও তদুস্নতি সাধক যন্ত্র সকল নিৰ্ম্মাণ করা সামান্য ক্ষমত, অধ্যবসায় ও অস্বার্থপরতার আয়ত্তাধীন নহে, যদি উইলকিন্স সাহেব কষ্ট স্বীকার করিয়া, বাঙ্গালী ভাষায় অক্ষর প্রস্তুত না করিতেন, তাহা হইলে বোধ হয়, হলহেড সাহেবের ব্যাকরণ জনসমাজের কোন উপকারেই আসিত না । সাধারণের অজ্ঞানতাবস্থাতেই বিলুপ্ত হইয়া যাইত। উইলকিন্স সাহেবের যত্ন ও পরিশ্রমে তদীয় বন্ধু হলহেড মহাশয়ের গ্রন্থ ১৭৭৮ খষ্টাব্দে হুগলীতে মুদ্রিত হইয়াছিল । - মহামান্য রাজ রামমোহন রায়ের স্বদেশপ্রিয়তা ও বিদ্যানুরাগিতার বিষয় অস্মদেশীয় জন - গণের কাহারও অবিদিত নাই । তিনি স্বদেশের উন্নতি জন্য যে কি পৰ্যন্ত কায়িক ও মানসিক পরিশ্রম করিয়াছিলেন, তাহার পরিমাণ করা যায় না । তিনি স্বদেশের উন্নতি করিতে করিতে