পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ტ 8 বঙ্গ ভাষার ইতিহাস । অনাথিনী বঙ্গ-ভাষাকেও বিস্মৃত হন নাই । তৎপ্রণীত ব্যাকরণ, বক্তত, ও সঙ্গীত মালা বঙ্গভাষার অঙ্গশোভিনী হইয়া রহিয়াছে। প্রকৃত গুণের কখনই অনাদর নাই । এইরূপ কত শত মহাত্মা বঙ্গভাষার উন্নতি লক্ষ্য করিয়া কত শত পুস্তক রচনা করিয়াছিলেন ; এইরূপ কত শত মহাশয় সঙ্গীত-সুধা অক্লেশে উত্তোলন করত সাধারণের জন্য রাখিয়া গিয়াছেন ; এইরূপ কত শত মহোদয় ভাস।-উদ্যানে বাস করত, সুরস-ফল প্রদ কাব্য-বৃক্ষ সকল সাধারণের জন্য রোপণ করিয়া গিয়াছেন, তাহার সংখ্যা করা দুষ্কর। চিরহুঃখিনী বঙ্গভাষার ভাগে কখনই অনুকুলবৃষ্টি বর্ষিত হয় নাই। সর্বদাই দুরদৃষ্ট রবির প্রখর কিরণে ইহার সাহিত্য-ক্ষেত্র সন্তু ত অক্ষুর সকল অকালে অধিকাংশই ধংসিত হইয়াছে। তবে কতকগুলি সদাশয় মহোদয়ের যত্বে, অৰশিষ্টাংশ যাহা ছিল, তাহাই যত্বপূর্বক রক্ষিত হইয়াছে। এমন কি, কেহ কেহ শারীরিক